সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে দেখা যায়, মণিপুরের মহিলাকে নগ্নকরে হাঁটানো হচ্ছে৷ তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে৷ জনজাতির মধ্যে দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরেই মণিপুর অশান্ত রয়েছে, তার মধ্যে এই ভিডিও প্রকাশ্যে আসায় কার্যত ঝড় উঠেছে গোটা দেশে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন৷
advertisement
সেই ঘটনা নিয়েই বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় অ্যটার্নি জেনারেল আর ভেঙ্কটাস্বামী ও সলিসিটর জেনারেল তুষার মেহতার উপস্থিতিতে তীব্র উদ্বেগ প্রকাশ করেন৷ আদালত বসার পর তাঁদের উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, ‘গতকাল মণিপুরের যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, সেটি দেখে আমরা গভীরভাবে উদ্বীগ্ন৷ আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি৷ সময় এসেছে, সরকার যেন এখনই দ্রুত ও সদর্থক পদক্ষেপ করে৷ এটি একেবারেই গ্রহণযোগ্য নয়৷’
আরও পড়ুন: ২১ জুলাই বড় কোনও চমক দেবেন অনুব্রত? তিহাড়ে গুঞ্জন, কেষ্টর কামব্যাক কবে!
আদালত উদ্বেগ প্রকাশ করে আরও জানিয়েছেন, ‘কোনও সাম্প্রদায়িক হিংসার মাঝে একজন মহিলাকে উপস্থিত করে লিঙ্গ হিংসাকে প্রাধান্য দেওয়ার ঘটনা খুবই অস্বস্তিকর৷ এটি একটি নৃশংসতম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা৷’ ঘটনাটি অনেক পুরনো, গত মে মাসের ৪ তারিখের, তবুও তাতে মন্তব্য পাল্টায়নি প্রধান বিচারপতির৷
পাশাপাশি, আদালতের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘আমরা সামান্য সময় সরকারকে দিচ্ছি৷ সেই সময়ের মধ্যে আদালতকে পদক্ষেপ করতে হবে৷ না করলে আমাদের এই গোটা বিষয়টির মধ্যে ঢুকতে হবে৷’ আদালতের পক্ষ থেকে আবারও বলা হয়েছে, সরকারকে এমন পদক্ষেপ করতে হবে, যাতে এমন ঘটনা আর না ঘটে৷ আদালত উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘কে বলতে পারে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি এমনই ঘটনা ঘটে থাকে৷’