TRENDING:

Abhishek Banerjee: 'গ্রহণযোগ্যতা নেই', দুই বিচারপতির বিরুদ্ধে অভিষেকের আর্জি ফেরাল সুপ্রিম কোর্ট

Last Updated:

তাঁর সংক্রান্ত যে মামলাগুলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে চলছে, সেগুলির শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠনেরও আর্জি জানান অভিষেক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সেই আবেদনের এই মুহূর্তে কোনও গ্রহণযোগ্যতা নেই বলে জানিয়ে দিয়ে অভিষেকের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি (লিস্টিং)৷
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান অভিষেক৷
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান অভিষেক৷
advertisement

সুপ্রিম কোর্টে কয়েকদিন আগে মামলা দায়ের করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, তাঁর সম্পর্কে আদালত এবং আদালতের বাইরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করছেন, তাতে লাগাম টানতে নির্দেশ দিক শীর্ষ আদালত৷

আরও পড়ুন: নতুন মহকুমা ধূপগুড়ি, বিজ্ঞপ্তি জারি রাজ্যের! অভিষেক বললেন, ‘তৃণমূল কথা রাখে’

শুধু তাই নয়, এই সমস্ত মন্তব্যের প্রভাব যাতে ইডি অথবা সিবিআই-এর তদন্তে না পড়ে, এই মর্মেও নির্দেশ দেওয়া হোক বলে সুপ্রিম কোর্টে আর্জি জানান তৃণমূলের শীর্ষ নেতা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

এর পাশাপাশি, তাঁর সংক্রান্ত যে মামলাগুলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে চলছে, সেগুলির শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠনেরও আর্জি জানান অভিষেক৷ যদিও শীর্ষ আদালতে শুনানির জন্য ওঠার আগেই অভিষেকের এই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি (লিস্টিং)৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: 'গ্রহণযোগ্যতা নেই', দুই বিচারপতির বিরুদ্ধে অভিষেকের আর্জি ফেরাল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল