Abhishek Banerjee: নতুন মহকুমা ধূপগুড়ি, বিজ্ঞপ্তি জারি রাজ্যের! অভিষেক বললেন, 'তৃণমূল কথা রাখে'

Last Updated:

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রটি দখল করেছিল বিজেপি৷ গত বছর উপনির্বাচনে সেই কেন্দ্রই দখল করে নেয় তৃণমূল কংগ্রেস৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি ফাইল ছবি
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ফাইল ছবি ফাইল ছবি
কলকাতা: উপনির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, আলাদা মহকুমা হিসেবে উন্নীত করা হবে জলপাইগুড়ির ধূপগুড়িকে৷ যদিও ভোটে তৃণমূলের জয়ের পর বেশ কয়েক মাস কেটে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা৷
শেষ পর্যন্ত অবশ্য ধূপগুড়িকে পৃথক মহকুমা হিসেবে ঘোষণা করল রাজ্য সরকার৷ এ দিনই নবান্নের পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক৷ তার সঙ্গেই অভিষেক লিখেছেন, ‘কথা দিয়ে কথা রাখার নামই তৃণমূল৷ গত ২ সেপ্টেম্বর আমি ধূপগুড়িকে মহকুমায় উন্নত করার কথা দিয়েছিলাম৷ মা মাটি মানুষের সরকার সেই প্রতিশ্রুতি পূরণ করায় আমি সম্মানিত৷ অনেক দূরে বসেও আমি চোখ বুজলেই এই ঘোষণায় যে মুখ গুলো খুশিতে ভরে উঠেছে, আমি দেখতে পাচ্ছি৷’
advertisement
advertisement
advertisement
জলপাইগুড়িতে এতদিন দুটি মহকুমা ছিল৷ সেগুলি হল জলপাইগুড়ি সদর এবং মাল৷ রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ থেকে এই দুটি মহকুমার সঙ্গে যুক্ত ধূপগুড়ি৷ ধূপগুড়ি মহকুমার আওতায় থাকবে দুটি থান- ধূপগুড়ি এবং বানারহাট৷
advertisement
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রটি দখল করেছিল বিজেপি৷ গত বছর উপনির্বাচনে সেই কেন্দ্রই দখল করে নেয় তৃণমূল কংগ্রেস৷ রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের এই জয়ে বড় ভূমিকা নিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধূপগুড়িকে মহকুমায় উন্নত করার প্রতিশ্রুতি৷ কারণ দীর্ঘদিন ধরেই এই দাবি ছিল ধূপগুড়ির বাসিন্দাদের৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Abhishek Banerjee: নতুন মহকুমা ধূপগুড়ি, বিজ্ঞপ্তি জারি রাজ্যের! অভিষেক বললেন, 'তৃণমূল কথা রাখে'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement