বদলির ক্ষেত্রে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, সুপ্রিম কোর্টের রায় কার্যত তেমনই। ফলে, সরকার চাইলে যে কোনও জেলায় শিক্ষকদের বদলি করতে পারে।
আরও পড়ুন: আদালত থেকে বেরোনো সময় এ কী বিপত্তি! হাসপাতলে ভর্তি টালা থানার প্রাক্তন ওসি
বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ শিক্ষক সংগঠন এসটিইএ-র আবেদন খারিজ করে বৃহস্পতিবার।
advertisement
শিক্ষকদের অভিযোগ ছিল, ২০১৭-এর এক সংশোধনীর মাধ্যমে ‘ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিসেস কমিশন আইন ১৯৯৭’-এর একটি ধারার ব্যবহার করে শিক্ষকদের দূরে বদলি করা হচ্ছে। এর আগে বদলির নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সরকার চাইলে যে কোনও জেলায় শিক্ষকদের বদলি করতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 26, 2024 1:26 PM IST