TRENDING:

Mamata Banerjee: নারদ মামলায় হলফনামা দিতে শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী, শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

Last Updated:

Mamata Banerjee: নারদ মামলার (Narada Case) শুনানি চলাকালীন মুখ্যমন্ত্রী এবং আইন মন্ত্রীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তোলা হয় সিবিআই-এর (CBI) তরফে ৷ এই আবেদনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের (SC) বিচারপতি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নারদ মামলায় (Narada Case) হলফনামা জমা করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং আইনমন্ত্রী মলয় ঘটক৷ কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ৷ কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (SC) আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী৷ কিন্তু মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর এই আবেদনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু৷
advertisement

তবে বিচারপতি অনিরুদ্ধ বসু নিজেকে এই মামলা থেকে সরিয়ে নেওয়ার পরই সুপ্রিম কোর্টে এই আবেদনের শুনানির জন্য নতুন বিচারপতির বেঞ্চে পাঠানো হয়েছে৷ আগামী শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে৷ ততদিন পর্যন্ত কলকাতা হাইকোর্টেও নারদ মামলার শুনানি হবে না৷

নারদ মামলার শুনানি চলাকালীন মুখ্যমন্ত্রী এবং আইন মন্ত্রীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তোলা হয় সিবিআই-এর তরফে৷ মূলত, নারদ মামলায় গত মে মাসে রাজ্যের চার নেতাকে গ্রেফতারির দিন ঘটনাক্রমের কথা উল্লেখ করে এই অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা৷ সিবিআই-এর এই বক্তব্যের পাল্টা নিজেদের যুক্তি দিয়ে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা করার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী৷ কিন্তু তাঁদের আইনজীবীদের সেই আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ৷ আদালত যুক্তি দেয়, যথাসময়ে এই হলফনামা দায়ের করা হয়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে সুপ্রিম কোর্টে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি মামলা থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: নারদ মামলায় হলফনামা দিতে শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রী, শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল