TRENDING:

Supreme Court DA Order: ৬ সপ্তাহের মধ্যে মেটাতে হবে ২৫ শতাংশ বকেয়া ডিএ, রাজ্যকে সময় বেঁধে দিল শীর্ষ আদালত!

Last Updated:

রাজ্য সরকারের অর্থ মন্ত্রক সূত্রে খবর, প্রায় দশ লক্ষ রাজ্য সরকারি কর্মচারি এবং পেনশনভোগী সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে উপকৃত হবেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছ সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে৷ ডিএ মামলার অর্ডার কপি বা নির্দেশনামায় এ কথাই জানাল সুুপ্রিম কোর্ট৷ যদিও এই নির্দেশ নিয়ে কোনওপক্ষের আপত্তি থাকে তাহলে ৪ সপ্তাহের মধ্যে লিখিত ভাবে তা আদালতকে জানাতে হবে বলেও নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে৷ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৪ অগাস্ট৷
রাজ্যকে কতটা সময় দিল শীর্ষ আদালত?
রাজ্যকে কতটা সময় দিল শীর্ষ আদালত?
advertisement

প্রসঙ্গত, গতকালই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷ বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মেহতার বেঞ্চ এই নির্দেশ দেয়৷ এর ফলে রাজ্য সরকারকে বকেয়া ডিএ বাবদ প্রায় ১০,৪২৫ কোটি টাকা রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের মিটিয়ে দিতে হবে৷

রাজ্য সরকারের অর্থ মন্ত্রক সূত্রে খবর, প্রায় দশ লক্ষ রাজ্য সরকারি কর্মচারি এবং পেনশনভোগী সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে উপকৃত হবেন৷ তাঁদের মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ পেনশনভোগীও রয়েছেন৷ ২০০৯ সালের ১ জুলাই থেকে বকেয়া মহার্ঘভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গতকাল শুনানি চলাকালীন অবশ্য প্রথমে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ৫০ শতাংশ মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে বলেছিল৷ বিচারপতিদের এই পর্যবেক্ষণ শুনেই রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আর্জি জানিয়ে বলেন, ৫০ শতাংশ মহার্ঘভাতা দিতে গেলে ২০ হাজার কোটি টাকারও বেশি প্রয়োজন৷ এই পরিমাণ অর্থ মেটাতে গেলে রাজ্য সরকারের আর্থিক ব্যবস্থার কোমর ভেঙে যাবে৷ রাজ্যের এই আর্জি শোনার পর শেষ পর্যন্ত আপাতত ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন দুই বিচারপতি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Supreme Court DA Order: ৬ সপ্তাহের মধ্যে মেটাতে হবে ২৫ শতাংশ বকেয়া ডিএ, রাজ্যকে সময় বেঁধে দিল শীর্ষ আদালত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল