নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে শেখ শাহজাহানের মামলা প্রত্যাহার আইনজীবীর। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে মামলা ছিল শেখ শাহজাহানের। ৩০ মিনিটের মধ্যে একই বিষয়ে দুটি এফআইআর এবং দ্বিতীয় মামলায় জামিন মামলা ঝুলে থাকার বিষয় নিয়ে মামলা করেছিলেন শেখ শাহজাহান।
এই মামলায় বিচারপতি দীপঙ্কর দত্ত মন্তব্য করেন, ”কলকাতা হাইকোর্ট নিয়মিত শুনানি করেছে। আপনি কলকাতা হাইকোর্টে গিয়ে আবেদন করুন৷ সেখানে আবেদন না করে আপনি আর্টিকেল ৩২-র আওতায় কীভাবে মামলা করেন?”
advertisement
আদালত জানিয়ে দেয়, ”আমরা মামলা খারিজ করছি।” তারপর আইনজীবী মামলা প্রত্যাহারের আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2025 3:08 PM IST
