ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’- পালন হবে পুরো দেশে। আর সেই উপলক্ষে সায়েন্স সিটিতে অভিনব সানডায়াল। পাশাপাশি সায়েন্স সিটির ২৫ তম বছর উপলক্ষে এই ভাবনা সায়েন্স সিটি কতৃপক্ষের।
বহু সময় ধরেই সাধারণ মানুষ থেকে ছাত্র ছাত্রী, সবার মন জয় করেছে কলকাতা সায়েন্স সিটি। সম্প্রতি এটির বয়স হয়েছে ২৫। আর সেই জন্মদিনে একাধিক নয়া উদ্যোগ নিল সায়েন্স সিটি কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন- সকাল ৬.৫৫, প্রথমেই দারুণ চমক! শিয়ালদহ থেকে যাত্রী নিয়ে দৌড় শুরু মেট্রোর
একাধিক উদ্যোগের মধ্যে একটি হল "সানডায়াল"। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিখুঁত সময় দেবে এই ঘড়ি। সূর্যের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট দিক ও মাপ বুঝে বদলাবে এই ঘরির ছায়াপথ।
পয়লা জুলাই সায়েন্স পার্কে এনসিএসএমের প্রাক্তন ডিজি শ্রী আই.কে.মুখার্জি এই ৫০ ফুটের ব্যাসার্ধের ঘড়িটি উদ্বোধন করেন।
শুধু সময়ই নয়, সময়ের সঙ্গে এই ঘড়ির মাধ্যমে জানা যাবে পৃথিবী ও সূর্যের সঙ্গে সময়ের সংযোগ স্থাপনের সময়ও।
সম্প্রতি ২৫ তম বছরে পড়ল কলকাতা সায়েন্স সিটি। সেই জন্যই একাধিক অভিনব ভাবনা নিয়ে এসেছে তারা। তার মধ্যেই এই ঘড়িও উল্লেখযোগ্য। নতুন ভাবনা তারা প্রকাশ্যে আনেন।
ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের ডিরেক্টর অরিজিৎ দত্ত চৌধুরী জানিয়েছেন, “এটি অত্যন্ত গর্বের বিষয়। ভারতে প্রথম সমাজ সেবায় সফলভাবে ২৫ বছর পূর্ণ করল কলকাতার সায়েন্স সিটি। ২৫ বছর ধরে সায়েন্স সিটি শুধুমাত্র শিক্ষা প্রদানের মাধ্যম হিসাবেই নয়, বরং এটি যাদুঘর এবং বিজ্ঞান কেন্দ্রগুলির স্ব-নির্ভরতার জন্য মডেল তুলে ধরেছে। আমি খুশিএই ধরনের উদ্যোগে অংশ নিতে পেরে।
আরও পড়ুন- প্রথম দিনই যাত্রীদের জন্য বিশেষ উপহার! যাত্রা শুরু শিয়ালদহ মেট্রোর, দেখুন ছবি...
নতুন এই "সান ডায়াল" দেখতে আগামিদিনেে আরও বেশি ছাত্র ছাত্রীরা আসবেন বলেই আশা সায়েন্স সিটি কতৃপক্ষের।