Sealdah Metro: প্রথম দিনই চমক, যাত্রীদের জন্য বিশেষ উপহার! যাত্রা শুরুর শিয়ালদহ মেট্রোর, চোখ ধাঁধানো ছবি...

Last Updated:
Sealdah Metro: সাধারণ যাত্রীদের জন্য শিয়ালদহ থেকে মেট্রো মিলছে আজ থেকেই৷ বৃহস্পতিবার সকাল থেকেই সেই পরিষেবা শুরু।
1/5
কলকাতা: যাত্রী নিয়ে শুরু হয়ে গেল শিয়ালদহ মেট্রো (Sealdah Metro)। বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল ছ'টা পঞ্চান্ন। কয়েক সেকেন্ড আগেই দরজা বন্ধ করার জন্য সংকেত দিয়েছেন চিফ অপারেশন ম্যানেজার। দরজা বন্ধ করলেন মেট্রোর সিনিয়র মোটরম্যান জয়দীপ ঘোষ। বাণিজ্যিক ভাবে ইস্ট ওয়েস্ট মেট্রো চালুর পর শিয়ালদহ থেকে প্রথম ট্রেনের মোটরম্যান তিনিই। আর তারপরেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ অবধি ছুটল যাত্রীবাহী প্রথম ইস্ট-ওয়েস্ট মেট্রো।
কলকাতা: যাত্রী নিয়ে শুরু হয়ে গেল শিয়ালদহ মেট্রো (Sealdah Metro)। বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল ছ'টা পঞ্চান্ন। কয়েক সেকেন্ড আগেই দরজা বন্ধ করার জন্য সংকেত দিয়েছেন চিফ অপারেশন ম্যানেজার। দরজা বন্ধ করলেন মেট্রোর সিনিয়র মোটরম্যান জয়দীপ ঘোষ। বাণিজ্যিক ভাবে ইস্ট ওয়েস্ট মেট্রো চালুর পর শিয়ালদহ থেকে প্রথম ট্রেনের মোটরম্যান তিনিই। আর তারপরেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ অবধি ছুটল যাত্রীবাহী প্রথম ইস্ট-ওয়েস্ট মেট্রো।
advertisement
2/5
সাধারণ যাত্রীদের জন্য শিয়ালদহ থেকে মেট্রো মিলছে আজ থেকেই৷ বৃহস্পতিবার সকাল থেকেই সেই পরিষেবা শুরু। মেট্রোয় চেপে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে পৌঁছনো যাচ্ছে মাত্র ২১ মিনিটে। কখন ছাড়বে প্রথম মেট্রো, শেষ মেট্রোর সময়ই বা কখন, তা বারবার স্টেশনে ঘোষণা করে জানিয়ে দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।
সাধারণ যাত্রীদের জন্য শিয়ালদহ থেকে মেট্রো মিলছে আজ থেকেই৷ বৃহস্পতিবার সকাল থেকেই সেই পরিষেবা শুরু। মেট্রোয় চেপে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে পৌঁছনো যাচ্ছে মাত্র ২১ মিনিটে। কখন ছাড়বে প্রথম মেট্রো, শেষ মেট্রোর সময়ই বা কখন, তা বারবার স্টেশনে ঘোষণা করে জানিয়ে দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।
advertisement
3/5
যাত্রী চাপ সামলাতে এই প্রথম কোনও মেট্রো স্টেশনে থাকছে ডাবল ডিসচার্জ প্ল্যাটফর্ম। দু'দিকেই যাত্রীরা ওঠা নামা করতে পারবেন। চালু রয়েছে ২৭ টি টিকিট কাউন্টার, ৯'টি সিঁড়ি, ৫'টি লিফট এবং ১৮'টি এসক্যালেটর।
যাত্রী চাপ সামলাতে এই প্রথম কোনও মেট্রো স্টেশনে থাকছে ডাবল ডিসচার্জ প্ল্যাটফর্ম। দু'দিকেই যাত্রীরা ওঠা নামা করতে পারবেন। চালু রয়েছে ২৭ টি টিকিট কাউন্টার, ৯'টি সিঁড়ি, ৫'টি লিফট এবং ১৮'টি এসক্যালেটর।
advertisement
4/5
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো সকালে ছাড়বে ৭টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৩৫-এ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯.৪০-এ।
শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার জন্য প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫৫ মিনিটে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো সকালে ছাড়বে ৭টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৩৫-এ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে ৯.৪০-এ।
advertisement
5/5
এদিন সকালে মেট্রোর প্রথম ৫০ জন যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল। দেওয়া হয় ইস্ট ওয়েস্ট মেট্রোর বিবরণ-সহ একটি বই। প্রথম দিনের সফরে আপ্লুত যাত্রীরা।
এদিন সকালে মেট্রোর প্রথম ৫০ জন যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল। দেওয়া হয় ইস্ট ওয়েস্ট মেট্রোর বিবরণ-সহ একটি বই। প্রথম দিনের সফরে আপ্লুত যাত্রীরা।
advertisement
advertisement
advertisement