কাকার পা ছুঁলেন বটে, ভাইপোর হাতে তরবারিই!
সমাজবাদী পার্টির রজত জয়ন্তী সমারোহ হল। ‘সাম্প্রদায়িক শক্তি’-কে রোখার ডাক দিয়ে পুরনো জনতা পরিবারের ছয় দলের নেতাদের লখনউয়ে এনে মঞ্চে হাজিরও করলেন মুলায়ম সিংহ যাদব। কিন্তু মহাজোট তৈরির সেই মঞ্চেই তাঁর পরিবার ও দলের ফাটল প্রকাশ্যে চলে এল। খাপ খোলা তরোয়াল হাতে একে অপরকে নিশানা করে গেলেন উত্তরপ্রদেশের শাসক দলের যুযুধান কাকা-ভাইপো, শিবপাল ও অখিলেশ যাদব।
advertisement
মোদী সরকারের চাপ বাড়িয়ে সুর চড়াচ্ছে সবপক্ষ
হিন্দি চ্যানেল এনডিটিভি ইন্ডিয়া বন্ধের নির্দেশ ঘিরে গায়ে সেঁটে বসা জরুরি অবস্থার তকমা ঝেড়ে ফেলতে আসরে নামল নরেন্দ্র মোদী সরকার। পাল্টা যুক্তি দিয়ে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধীরা। এই অবস্থায় এনডিটিভি-র সঙ্গে একই দিনে একই সময়ে অসমের একটি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র।
ঠাট্টা কমছে ‘ট্রাম্পেট’ নিয়ে, কী হবে ৩ দিন পর?
থাকি ডেভেনপোর্টে। শিকাগো শহর থেকে শ’খানেক মাইল দূরে। বাইরের কেউ জিজ্ঞাসা করলে অবশ্য বলি, শিকাগোয় বসবাস। যেমন তারকেশ্বরের লোক দার্জিলিং বেড়াতে গিয়ে বলেন— ‘নিবাস কলিকাতা’। পাক্কা ১০৮ বছর পরে বেসবলে ওয়ার্ল্ড সিরিজ জিতেছে ‘শিকাগো কাবস’। সে নিয়ে এই গঞ্জে আমাদেরও তাই হুজুগের শেষ নেই। দোকানে ওল্ড স্টাইল বিয়ারের আকাল, শিকাগো-শাবকরা জয় উদ্যাপন করার স্মারক হিসেবে তুলে নিয়ে গিয়েছেন। যেখানে বসে এই লেখা লিখছি, পাড়াগাঁয়ের সেই একটেরে ছোট্ট ক্যাফে ছেয়ে গিয়েছে কাবসের জার্সিতে। সবই ‘রিফ্লেক্টেড গ্লোরি’! চিনা চেয়ারম্যানই আমাদের চেয়ারম্যান, কলকাতা নাইট রাইডার্সই আরামবাগের নাইট রাইডার্স, শিকাগোর টিমই আমাদের টিম।
হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি ছেড়ে যাচ্ছেন না মমতা
তাঁর ৩০ বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সাবেক বাড়ি ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র শোভন চট্টোপাধ্যায় শনিবার এ কথা জানিয়েছেন। তবে বাড়িটির ভগ্নদশা এবং সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বারবার বলেছেন তিনি।
প্রধানমন্ত্রীকে এবার কড়া চিঠি দিলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে দেওয়া এবং ১০০ দিনের কাজে রাজ্যকে এড়িয়ে সরাসরি টাকা দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছেন মমতা। সেই সঙ্গে সমস্ত কেন্দ্রীয় বরাদ্দ রাজ্য সরকারের মাধ্যমে দেওয়ার দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এ ধরনের সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত আনা হচ্ছে। প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এখন রাজ্য সরকারকে এড়িয়ে কেন্দ্রীয় অনুদান বা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাঠাচ্ছে। সম্প্রতি গ্রামোন্নয়ন মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, এমএনরেগার (১০০ দিনের কাজ) টাকা সরাসরি কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এটাই এখন নতুন ধারা হয়ে দাঁড়িয়েছে। এটা শুধুমাত্র রাজ্য সরকারকে অবিশ্বাস করাই নয়, অর্থনৈতিক কাঠামোরও পরিপন্থী। সংবিধান অনুযায়ী, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র ও রাজ্যের যে সম্পর্ক হওয়া উচিত, এই ধরনের ঘটনা তার বিরুদ্ধে যাচ্ছে।
এনডিটিভি নিয়ে যা করেছি ঠিক করেছি নিষেধাজ্ঞা বহাল রেখে জানিয়ে দিল অনড় কেন্দ্রীয় সরকার
দেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষিত করার লক্ষ্যেই এনডিটিভি ইন্ডিয়া চ্যানেলকে শাস্তি দেওয়া হয়েছে। দেশজুড়ে চ্যানেল নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা শুরু হলেও মোদি সরকার নিজেদের সিদ্ধান্তে অনড়। আজ যে মন্ত্রকের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার সার্কুলার জারি হয়েছে সেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু মিডিয়ার উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা পূর্ণভাবে উপভোগ করতে হলে মিডিয়াকে স্বেচ্ছা সংযমের রাস্তা নিতে হবে। স্বাধীনতার নীতি ও মূল্যবোধ সম্পর্কে অবগত হলেই স্বাধীনতাকে অর্জন করা যায়। সরকার আজ নিজেদের সিদ্ধান্তকে সঠিক বলে স্পষ্ট ভাষায় জানিয়েছে। বেঙ্কাইয়া নাইডু বলেছেন, যাঁরাই এই সিদ্ধান্তের সমালোচনা করছেন তাঁরাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারণেই এরকম করছেন। আজ সমাজের একটা অংশের টার্গেট হল মোদি সরকার। আমাদের সরকার যে কোনও সিদ্ধান্তই গ্রহণ করুক একটি শ্রেণি তার সমালোচনা করবেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, আমাদের সরকার যে সিদ্ধান্ত নেবে তা অবশ্যই দেশের স্বার্থেই নেবে।
আবহাওয়া দপ্তরের মতে দুর্যোগ কাটতে পারে আজই
আজ, ররিবার দুপুর থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে আগামীকাল থেকেই তাপমাত্রাও নামতে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঠান্ডা অনুভূতি বয়ে আনবে বাতাস। এদিকে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ায় তিনজন মৎস্যজীবীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। অন্ধ্রপ্রদেশ থেকে এ রাজ্যের দিকে ধেয়ে আসা গভীর নিম্নচাপ ওড়িশা থেকেই ফের বাঁক নিয়ে বাংলাদেশের দিকে সরে যেতে শুরু করেছে। শনিবার তার অবস্থান ছিল উপকূল থেকে ৪৯০ কিলোমিটার দূরে। সেটি যেহেতু সরে যাচ্ছে, তাই শনিবার দিনভর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় নাগাড়ে ঝিরঝিরে বৃষ্টি হলেও তার প্রভাব আজ থেকে কাটবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। যেহেতু দখিনা বাতাস হালকা হয়ে এখন দক্ষিণবঙ্গে উত্তর দিক থেকে বইছে, তাই তাপমাত্রা ধীরে ধীরে নামবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
পবন রুইয়ার গ্রেপ্তারি পরওয়ানা চেয়ে আদালতে গেল সিআইডি
অবশেষে জেশপকর্তা পবন রুইয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারির বিষয়ে আদালতের দ্বারস্থ হল সিআইডি। শনিবার বারাকপুর আদালতে ওই আবেদন জানানো হয়। তবে এদিন এ বিষয়ে কোনও শুনানি হয়নি। আগামী সপ্তাহে ওই আবেদনের শুনানি হওয়ার কথা। এদিন ডিআইজি সিআইডি (স্পেশাল) তাপস দাস এ খবর জানান। সিআইডি সূত্রে জানা গিয়েছে, চারবার ভবানীভবনে জেশপকর্তাকে ডেকে পাঠিয়েছিল তারা। এমনকী তাঁর কাছে সমনও পাঠানো হয়। কিন্তু বারবারই তিনি গরহাজির ছিলেন। ফলে শেষ পর্যন্ত ওই কড়া আইনি পদক্ষেপ করার পথে হাঁটে সিআইডি। গোয়েন্দা দপ্তর সূত্রের খবর, যাতে কোনও ভাবে জেশপকর্তা জাল ছিঁড়ে পালিয়ে যেতে না পারেন, তার জন্যই গোয়েন্দারা ওই আইনি পথে হাঁটছেন। এদিকে, এদিন রাতে রুইয়া-গোষ্ঠীর পক্ষে এক আধিকারিক জানান, তাঁরা পরিস্থিতির উপর নজর রাখছেন।
স্ট্রাইকার দীপিকার শেষ মুহূর্তের গোলে চিনকে ২-১-এ হারিয়ে শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত মহিলাদের চতুর্থ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারতীয় মহিলা হকি টিম ৷
পেট্রোল বাড়ল লিটারে ৮৯ পয়সা, ডিজেল ৮৬ পয়সা
শনিবার থেকে আর একদফায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল ৷ লিটারে প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৮৯ পয়লা এবং ডিজেলের ৮৬ পয়সা ৷ এই নিয়ে গত সেপ্টম্বর থেকে ছ-দফায় পেট্রোলের দাম বাড়ল ৷
পরিবর্তনের ডাকই ভরসা ডোনাল্ডের
মাত্র মাসখানেক আগের কথা ৷ অধিকাংশ মার্কিন সংবাদমাধ্যমেই রিয়েল টাইম সমীক্ষা বলছিল, এবারের প্রেসিডেন্ট নির্বাচনটা ক্রমশ যেন একপেশে হয়ে উঠেছে ৷ কদম কদম এগিয়ে যাচ্ছেন সম্ভাব্য ‘ম্যাডাম প্রেসিডেন্ট’, আর হাজারো বিতর্কের জালে জড়িয়ে গতি হারাচ্ছেন তাঁর দাম্ভিক প্রতিদ্বন্দ্বী ৷
এই ক্রিকেটারের বিয়ের বিশাল আয়োজন, দেখুন
যুবরাজ যে হেজেলের সঙ্গে লম্বা পার্টনারশিপ গড়তে চলেছেন তা নতুন কোনও খবর নয় ৷ আর মাত্র দিন কয়েক বাদেই চার হাত এক হচ্ছে ৷ তবে এ মুহূর্তে যেটা চর্চায় তা হল যুবরাজের বিয়ের কার্ড ৷ টেলর মেড তো বটেই, তার সঙ্গে যাকে বলে একেবারে অভিনব ৷