আরও পড়ুন: কলকাতায় আজ উষ্ণতম দিন, তাপমাত্রা ছুঁল ৪১ ডিগ্রি, আগামী দু’দিন চলবে তাপপ্রবাহ
কচিকাচাদের হাল আরও খারাপ। গরমের ছুটি শেষ হয়ে বেশিরভাগ স্কুল সোমবার খুলেছে। এতো গরমে স্কুলে পাঠাতে চাইছিলেন না অনেক অভিভাবক। কিন্তু প্রথমদিনই কামাই? অগত্যা ঘেমেনেয়ে স্কুল করছে ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন: তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, দেখে নিন কোন জেলার কী অবস্থা
advertisement
প্রচন্ড গরমে কাহিল ছাত্র ছাত্রীরা ৷ যেখানে বড়দেরই নাজেহাল অবস্থা সেখানে কি করে স্কুলে যাবে কচিকাঁচারা ৷ তাই বেশ কিছু স্কুল গরমের ছুটি শেষ হওয়ার আগেই ছুটি বাড়ানোর নোটিস জারি করেছে ৷ আবার কিছু স্কুল নোটিসে জানিয়েছে স্কুলে যাওয়া অপশনাল ৷ যদি অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে না চাই তাহলেও কোনও অসুবিধা নেই বলে জানানো হয়েছে ৷
আরও পড়ুন: সন্ধে ছ’টার মধ্যে সাত জেলায় বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা
গরমের কলকাতায় এখন সর্বত্র চাতকের দৃষ্টি। আষাঢ়ের দাবদাহ থেকে মুক্তি কবে? হাওয়া অফিসের পূর্বাভাসের দিকে তাকিয়ে শহরবাসী।