TRENDING:

প্রচন্ড গরমে কাহিল ছাত্র-ছাত্রীরা, কিছু স্কুল ছুটি বাড়াল আর কিছু স্কুল ‘অপশনাল’ করল স্কুলে যাওয়া

Last Updated:

কচিকাচাদের হাল আরও খারাপ। গরমের ছুটি শেষ হয়ে বেশিরভাগ স্কুল সোমবার খুলেছে। এতো গরমে স্কুলে পাঠাতে চাইছিলেন না অনেক অভিভাবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সোমবারে কলকাতার ব্যস্ত ছবি উধাও। সপ্তাহের প্রথম দিন সকাল নটার ময়দান ফাঁকা। গরমের দাপটে ঘরবন্দি মানুষ। তাপমাত্রার পারদ ক্রমশ উর্দ্ধমুখি ৷ কলকাতায় আজ উষ্ণতম দিন ৷ এদিন তাপমাত্রা ছুঁল ৪১ ডিগ্রি ৷ বৃষ্টির সম্ভাবনা তো দূরের কথা ৷ বরং আগামী দু’দিন চলবে তাপপ্রবাহ ৷
advertisement

আরও পড়ুন: কলকাতায় আজ উষ্ণতম দিন, তাপমাত্রা ছুঁল ৪১ ডিগ্রি, আগামী দু’দিন চলবে তাপপ্রবাহ

কচিকাচাদের হাল আরও খারাপ। গরমের ছুটি শেষ হয়ে বেশিরভাগ স্কুল সোমবার খুলেছে। এতো গরমে স্কুলে পাঠাতে চাইছিলেন না অনেক অভিভাবক। কিন্তু প্রথমদিনই কামাই? অগত্যা ঘেমেনেয়ে স্কুল করছে ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন: তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, দেখে নিন কোন জেলার কী অবস্থা

advertisement

প্রচন্ড গরমে কাহিল ছাত্র ছাত্রীরা ৷ যেখানে বড়দেরই নাজেহাল অবস্থা সেখানে কি করে স্কুলে যাবে কচিকাঁচারা ৷ তাই বেশ কিছু স্কুল গরমের ছুটি শেষ হওয়ার আগেই ছুটি বাড়ানোর নোটিস জারি করেছে ৷ আবার কিছু স্কুল নোটিসে জানিয়েছে স্কুলে যাওয়া অপশনাল ৷ যদি অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে না চাই তাহলেও কোনও অসুবিধা নেই বলে জানানো হয়েছে ৷

advertisement

আরও পড়ুন: সন্ধে ছ’টার মধ্যে সাত জেলায় বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গরমের কলকাতায় এখন সর্বত্র চাতকের দৃষ্টি। আষাঢ়ের দাবদাহ থেকে মুক্তি কবে? হাওয়া অফিসের পূর্বাভাসের দিকে তাকিয়ে শহরবাসী।

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রচন্ড গরমে কাহিল ছাত্র-ছাত্রীরা, কিছু স্কুল ছুটি বাড়াল আর কিছু স্কুল ‘অপশনাল’ করল স্কুলে যাওয়া