ক্রমশ ঊর্ধ্বমুখী পারদ, তার সঙ্গে চলছে তাপপ্রবাহ, গরমে নাজেহাল অবস্থা কচিকাঁচাদের৷ ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে ৪২ এর পথে এগোতে চলেছে তাপমাত্রা৷ সঙ্গে শুকনো গরম হাওয়া৷ আগামিকাল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায়, এমনকি, উত্তরবঙ্গের তিন জেলাতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ বাধ্য হয়ে স্কুলের পঠনপাঠন সকালের দিকে এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব বর্ধমান, মালদহের মতো জেলা প্রশাসন৷ একাধিক জেলায় স্কুলের সময়সূচিতেও বদল আনা ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে৷
advertisement
তাপপ্রবাহ চলায় ১৩ এপ্রিল থেকে জেলার সমস্ত স্কুলকে প্রাতঃকালীন (মর্নিং শিফট) পরিচালনার সিদ্ধান্ত জেলাপ্রশাসনের। পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ-এর পক্ষ থেকে ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে সকাল ৬ টা ৩০ মিনিট থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যালয়ের পঠনপাঠন পরিচালনার জন্য স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে সকাল ৯ টা থেকে ৯ টা ৩০ মিনিটের মধ্যে মিড-ডে মিল-এর জন্য বিরতির কথাও জানানো হয়েছে।
বেশ কয়েকদিন ধরেই সমগ্র দক্ষিণবঙ্গের সাথে পূর্ববর্ধমান জেলাতেও অত্যধিক গরম ও তাপপ্রবাহের জেরে নাজেহাল অবস্থা বাসিন্দাদের। ইতিমধ্যেই রাজ্যের তরফে গরমে কী কী করণীয় সে সম্পর্কিত প্রচারও চালানো হচ্ছে। এবার গরমের ও তাপপ্রবাহের কথা চিন্তা করে সকালে স্কুলের পঠনপাঠন পরিচালনার সিদ্ধান্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের।
মালদহেও বদলে গিয়েছে প্রায় দুই হাজার স্কুলের সময় সারণি। আগামী সোমবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে জেলার প্রাথমিক ও দুনিয়ার বেসিক সরকারি স্কুলগুলির পড়াশোনা। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে মালদহ প্রাথমিক বিদ্যালয় সংসদ। গত কয়েকদিন ধরেই মালদহে তাপমাত্রার পারদ ৪০ ছুঁইছুঁই। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। সঙ্গে গরম হাওয়ার অর্থাৎ 'লু'-এর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
এই পরিস্থিতিতে শিশুস্বাস্থ্যের কথা ভেবেই প্রাথমিক স্কুলগুলিতে সময়় সারণিতে গুরুত্বপূর্ণ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরম এড়াতে দুপুরের পরিবর্তে সরকারি প্রাথমিক স্কুলগুলি সকালে চালানো হবে মালদহ জেলায়। বুধবার মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ নির্দেশিকা জারি করে জানিয়েছে, বাড়তি গরমের কারণে সমস্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলগুলি আগামী ১৭ এপ্রিল সোমবার থেকে নতুন সময়সূচী অনুযায়ী চলবে।
সোম থেকে শুক্রবার প্রতিদিন প্রাথমিক স্কুলে পঠনপাঠন হবে সকাল সাড়ে ছ'টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। শনিবার প্রাথমিক স্কুলে পড়াশোনা চলবে সকাল সাড়ে ছ'টা থেকে সকাল সাড়ে ন'টা পর্যন্ত। তবে দুপুরের পরিবর্তে সকালে স্কুলের পঠন পাঠন শুরু হলেও মিড ডে মিল চালু রাখতে বলা হয়েছে স্কুলগুলিকে। দুপুরের পরিবর্তে সকালে স্কুলের নির্দিষ্ট সময়ের মধ্যেই শিশুদের খাবার সুনিশ্চিত করতে হবে স্কুলগুলিকে।