TRENDING:

এগুলো মেনে চলুন, গরমে থাকবেন সুস্থ !

Last Updated:

বাড়ছে গরম ৷ গরমে হাসফাঁস গোটা দক্ষিণবঙ্গ ৷ এই সময় থাকুন একটু সচেতন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাড়ছে গরম ৷ গরমে হাসফাঁস গোটা দক্ষিণবঙ্গ ৷ এই সময় থাকুন একটু সচেতন ৷ নজর দিন রোজকার খাবার রুটিনে ৷ সুস্থ থাকতে, গরমকালের খাদ্য তালিকাটা সঠিক না হলে, সুস্থ থাকা প্রায় অসম্ভব ! তাই গরমে কী খাবেন, কী খাবেন না, রইল তারই টিপস ৷
advertisement

১) গরমকালে জল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন ৷ দিনে অন্তত পক্ষে ৮ থেকে ১০ গ্লাস জল খান ৷ জলের মধ্যে অল্প পরিমাণ নুন ও চিনি মিশিয়ে নিতে পারেন ৷ গরমকালে এনার্জি বাড়িয়ে তুলতে সাহায্য করবে৷ ইচ্ছে করলে জলে লেবুর রস, চিনি ও নুন মিশিয়ে নিতে পারেন ৷ বাইরে বেরলে কোল ড্রিঙ্কের পরিবর্তে ডাবের জল পান করুন ৷

advertisement

২) মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন ৷ এড়িয়ে চলুন রেড মিট ৷ বরং মাছ খান ৷ খাদ্যতালিকায় রাখুন টক জাতীয় খাবার ৷ যত পারবেন সবজি ও ফল খান ৷ গরমকালে তরমুজ খাওয়া মাস্ট ৷ খেতে পারেন কলা, আঙুর, সবেদা ৷ রোজকার খাদ্যতালিকায় দই রাখুন অবশ্যই ৷ গরমকালে রোদের তাপ থেকে শরীরকে সুস্থ রাখতে দই খাওয়া মাস্ট ৷ টক দইয়ের মধ্যে অল্প বিটনুন দিয়েও খেতে পারেন ৷ তবে চিনি একদম নয় ! ইচ্ছে করলে লস্যিও পান করতে পারেন৷

advertisement

৩) ক্যাফিনযুক্ত পানীয় পান না করাই ভালো ৷ বরং কফি বা চায়ের পরিবর্তে শরবত খান ৷ এই গরমে চা চললেও, কফি না পান করাই ভালো ! ইচ্ছে করলে, লিকার চায়ে বরফ ফেলে ঠান্ডা করে পান করতে পারেন ৷ চলতে পারে গ্রিনটিও ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদিয়ায় সান্তা ক্লজ 'ফিভার', বড়দিনে ঘর সাজানোর দারুণ দারুণ জিনিসের দাম শুরু ১৫ টাকা থেকে
আরও দেখুন

৪) ব্রেকফাস্টে থাকুক পাউরুটি টোস্ট, ফল, আর ডিম সেদ্ধ ৷ দুপুরের খাবারে নিমপাতা ভাজা, সুক্তো, টক ডাল বা সবজি ডাল, মাছ বা চিকেনের হালকা ঝোল ৷ পাত শেষে টক দই ৷ রাতের খাবারে রুটি, হালকা স্যুপ কিংবা কম মশালাযুক্ত তরকারি ৷ তবে জল খান প্রচুর !

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
এগুলো মেনে চলুন, গরমে থাকবেন সুস্থ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল