আরও পড়ুনঃ ‘টুম্পা সোনা’-র পর জামাল কুদু! ফের প্যারোডি গানে বিজেপি-তৃণমূলকে কটাক্ষ বামেদের
হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারী মৃগাঙ্ক মৌলিক এ বিষয় নিয়ে জানান রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে হুগলি জেলার প্রত্যেকটি বড় হাসপাতাল এবং ব্লক অফিসে ওআরএস সেন্টার ও শীততাপ নিয়ন্ত্রিত একটি ঘরের ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
advertisement
এই প্রখর দাবদাহে কোনও ব্যক্তি যদি আক্রান্ত হয় তাঁকে প্রাথমিক সেই সেন্টারে রেখে চিকিৎসা করার ব্যবস্থা গ্রহণেই এই উদ্যোগ নিতে বলেছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। হুগলি জেলায় উত্তরপাড়া শ্রীরামপুর চন্দননগর চুঁচুড়া আরামবাগ মেডিক্যাল কলেজের ইতিমধ্যেই এই শীততাপ নিয়ন্ত্রিত বিশিষ্ট একটি ঘরের ব্যবস্থা করা হয়েছে। মানুষকে সচেতন করতে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে পোস্টার দেওয়া হয়েছে। বড় হাসপাতাল ছাড়াও বিভিন্ন গ্রামীন ব্লক স্বাস্থ্য কেন্দ্রীয় এই ব্যবস্থা গ্রহণ করার নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে।