TRENDING:

Summer 2022: রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ, জলকষ্ট এড়াতে বিশেষ গাইডলাইন জনস্বাস্থ্য কারিগরি দফতরের

Last Updated:

প্রয়োজনে জল সরবরাহের সময় বাড়ানো যেতে পারে, জেলাগুলিকে এমনটাই নির্দেশ দিল জনস্বাস্থ্য কারিগরি দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের জের। জলকষ্ট এড়াতে বিশেষ গাইডলাইন জনস্বাস্থ্য কারিগরি দফতরের। প্রয়োজনে জল সরবরাহের সময় বাড়ানো যেতে পারে, জেলাগুলিকে এমনটাই নির্দেশ দিল জনস্বাস্থ্য কারিগরি দফতর।
advertisement

জানানো হয়েছে, প্রয়োজনে স্কুলগুলিতে জল দেওয়ার সময়সীমাও পরিবর্তন করা যেতে পারে। বিশেষ করে, যে স্কুলগুলি সকালে চলে, সেখানে তাপপ্রবাহের কারণে জল দেওয়ার সময় পরিবর্তন করা যেতে পারে। পাশাপাশি জলের ট্যাঙ্ক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে-সমস্ত এলাকায় জলের ঘাটতি হবে, সেখানে যাতে দ্রুত জল পাঠানো যায়। যে অঞ্চলগুলিতে জলকষ্ট দেখা দেবে, সেখানকার আধিকারিকদের জেলাশাসক দলের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

advertisement

গরমে মারাত্মক আকার নেয় ডায়েরিয়া। তাই পর্যাপ্ত ক্লোরিনের ব্যবস্থা  রাখতে হবে। পাশাপাশি, স্কুল, হসপিটাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় জল সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তার জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।

গরমের ছুটি এগিয়ে আনা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কয়েকদিন সময় নিল রাজ্য সরকার৷ সম্ভবত আগামী সপ্তাহেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ এ দিন এমনই ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি চলছে৷ এই পরিস্থিতিতে স্কুল পরিচালনার জন্য একাধিক নির্দেশ জারি করেছে শিক্ষা দফতর৷ প্রয়োজনে স্কুলের সময় এগিয়ে আনারও নির্দেশ দেওয়া হয়েছে৷ তার পরেও যেভাবে গরম বাড়ছে তাতে গরমের ছুটি এগিয়ে আনা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এ দিনই বিকাশ ভবনে জরুরি বৈঠক ডেকেছিলেন শিক্ষামন্ত্রী৷

advertisement

অন্যদিকে,  তীব্র দাবদাহের জেরে প্রাথমিক স্কুলে এক ঘণ্টা সময়সীমা কমল পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ মঙ্গলবার এই নির্দেশিকা জারি করেছে। আগামিকাল, বুধবার থেকে এই নির্দেশ কার্যকর হবে। এই নির্দেশ প্রাথমিক স্কুলগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

Somraj Bandopadhyay

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Summer 2022: রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ, জলকষ্ট এড়াতে বিশেষ গাইডলাইন জনস্বাস্থ্য কারিগরি দফতরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল