বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ছিল। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী, ফলে উদ্বোধনের সময় কে থাকবে তা দেখা সম্ভব নয়। পামেলার সঙ্গে বিজেপির অনেকের ছবি আছে। আজ বৈঠক থেকে সিদ্ধান্ত সবার সঙ্গে কথা বলা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই দলের সমস্ত পদ থেকে অপসারণ করা হল পার্থ চট্টোপাধ্যায়কে।''
advertisement
আরও পড়ুন: ফের মিলবে রাশি রাশি টাকা, গয়না? অর্পিতার বেলঘড়িয়ার ক্লাবটাউনের ফ্ল্যাটে তল্লাশি শুরু ইডির
জাগো বাংলা তৃণমূলের মুখপত্র। তার সম্পাদক এ দিন দুপুর পর্যন্ত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রতিদিন ছাপা হওয়ার আগে এই সংবাদপত্রটি দেখে নেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তবে একটা বদল এ দিন চোখে পড়েছিল সবার। পার্থ চট্টোপাধ্যায়ের নামের সামনে থেকে বাদ দেওয়া হয়েছিল 'মন্ত্রী' শব্দটি। আর তা যে দলীয় নির্দেশ মেনেই হয়েছিল, এমনটা বিকেলের পরে অন্তত স্পষ্ট।