TRENDING:

Sukanta Majumdar: বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করবেন বাঙালি নেতা সুকান্ত, আজ পৌঁছবেন ব্রাজিল

Last Updated:

Sukanta Majumdar in Brazil: সুকান্ত মজুমদার ভারত সরকারের পক্ষে চলতি মাসের ৩০ ও‌ ৩১ অক্টোবর ব্রাজিলের ফোর্তালেজায় অনুষ্ঠিত জি২০ শিক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ভারত সরকারের প্রতিনিধি হয়ে ব্রাজিল উড়ে গেলেন সুকান্ত মজুমদার। আজ, মঙ্গলবার বিকেলে ব্রাজিল পৌঁছবেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক স্তরে শিক্ষা মন্ত্রীদের জি২০ বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।‌‌
সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার
advertisement

রাজ্য বিজেপির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে বলা হয়েছে, সুকান্ত মজুমদার ভারত সরকারের পক্ষে চলতি মাসের ৩০ ও‌ ৩১ অক্টোবর ব্রাজিলের ফোর্তালেজায় অনুষ্ঠিত জি২০ শিক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। ব্রাজিলের জি২০ সভাপতিত্বের আওতায় এই বৈঠকটি সিয়ারা ইভেন্টস সেন্টারে অনুষ্ঠিত হবে, যা ফোর্তালেজার একটি স্বীকৃত কেন্দ্র এবং জনশিক্ষার ক্ষেত্রে তাদের অসাধারণ সাফল্যের জন্য বিখ্যাত।

advertisement

আরও পড়ুন– বিশ্বের সেরা ২৫ শহরের মধ্যে স্থান, কলকাতাকে আন্তর্জাতিক স্বীকৃতি, ‘উচ্ছ্বসিত, গর্বিত…’ বলছে তিলোত্তমার নাগরিক সমাজ

প্রেস বিবৃতির মাধ্যমে এও বলা হয়েছে, এই বৈঠকে জি২০ অন্তর্ভুক্ত দেশগুলির শিক্ষা মন্ত্রীরা আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন, যার মধ্যে রয়েছে ডিজিটাল অন্তর্ভুক্তির অগ্রগতি, শিক্ষাদানের পদ্ধতিগত উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী ন্যায়সঙ্গত, মানসম্পন্ন শিক্ষার সুযোগ প্রসারিত করা। ফোর্তালেজা সিয়ারা তার জনশিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতির জন্য বৈঠকের ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে, যা অন্যান্য দেশকে শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতার জন্য উৎসাহিত করবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রের খবর, সুকান্ত মজুমদার ভারতের সাম্প্রতিক শিক্ষাগত অগ্রগতি, ডিজিটাল রূপান্তর এবং দক্ষতা বৃদ্ধির বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবেন, যার ভিত্তি হল জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০। এই NEP ভারতের শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে রূপান্তরিত করেছে। দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ক্ষেত্রগুলিতে ভারতের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সাফল্য ভাগ করে নেবেন এবং জি২০-র অন্যান্য দেশের উদ্ভাবনী বিষয়গুলি থেকে কী কী গ্রহণ করা যায় সেগুলি নিয়েও পর্যালোচনা করবেন।

advertisement

আরও পড়ুন– ‘গরিবের ড্রাই ফ্রুট’, বছরে ৩ মাস মেলে, শুকোনোর পর দাম বেড়ে যায় ১০ গুণ, শরীরের জন্যও ভাল

এছাড়াও এই বৈঠকের সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে, যেখানে আন্তর্জাতিক শিক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে। ভারতের জি২০ সভাপতিত্বের মূলমন্ত্র, “বসুধৈব কুটুম্বকম”—“এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ”, বিশ্বব্যাপী ঐক্য এবং সম্মিলিত অগ্রগতির উপর ভারতের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে।‌ এই বৈঠকে ভারতের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক শিক্ষার ক্ষেত্রে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং গুণগত পরিকাঠামো প্রতিষ্ঠার প্রতি দেশের অঙ্গীকারকে তুলে ধরে, যা সকলের জন্য সমান শিক্ষার সুযোগকে অগ্রাধিকার দেবে এবং সহযোগিতামূলক ভবিষ্যৎ গড়ে তুলবে বলেই মত শিক্ষাবিদদের একাংশের। ‌

advertisement

আরও পড়ুন– বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে, কালীপুজোর আগে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, জেনে নিন

আন্তর্জাতিক মঞ্চে এর আগে বাঙালি হিসেবে প্রণব মুখোপাধ্যায় দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। আর এবার আরও এক বাঙালি সুকান্ত মজুমদার বিদেশে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আফ্রিকার মালাউইয়ের লিলংগুয়ে-সহ একাধিক জায়গায় সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সঙ্গে ভারতের প্রতিনিধি হিসেবে সফর সঙ্গী হয়েছিলেন সুকান্ত মজুমদার। অংশ নিয়েছিলেন দুই দেশের একাধিক দ্বিপাক্ষিক আলোচনা বৈঠকে। কয়েকদিন কাটতে না কাটতেই এবার ফের সুকান্ত মজুমদার ব্রাজিল সফরের মাধ্যমে মাথায় সাফল্যের নয়া মুকুট পড়তে চলেছেন আরও এক বাঙালি, সুকান্ত মজুমদার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar: বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করবেন বাঙালি নেতা সুকান্ত, আজ পৌঁছবেন ব্রাজিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল