২০১৯ সালের নভেম্বর মাসে বিজেপি-র সদ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) দাবি করেছিলেন, 'ভারতীয় গরুর বৈশিষ্ট হচ্ছে তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে, সেই জন্য দুধের রং একটু হলদে হয়৷ গরুর যে কুঁজ থাকে, তার মধ্যে স্বর্ণ নাড়ি থাকে৷ সেখানে সূর্যের আলো পড়লে তার থেকে সোনা তৈরি হয়৷ তাই জার্সি গরুর দুধ দিয়ে পুজো করা উচিত নয়৷' দিলীপ ঘোষের এই বক্তব্য নিয়ে সেই সময় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল৷ যদিও নিজের বক্তব্যেই অনড় থাকেন দিলীপ৷ পরবর্তী সময়েও রাজনৈতিক তর্কবিতর্কে দিলীপ ঘোষের গরুর দুধে সোনা পাওয়ার তত্ত্ব বার বার উঠে এসেছে৷
advertisement
আরও পড়ুন: দিলীপ ঘোষের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে: সুকান্ত, পাল্টা যা বললেন 'প্রাক্তন'...
সোমবারই আচমকা দিলীপ ঘোষের জায়গায় সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar Supports Dilip Ghosh) রাজ্য সভাপতির দায়িত্ব দিয়েছে বিজেপি৷ দায়িত্ব পাওয়ার পর নিজের পূর্বসূরির ভূয়সী প্রশংসা করেছেন বালুরঘাটের সাংসদ৷ এমন কি, দিলীপ ঘোষের দেওয়ার গরুর দুধে সোনা পাওয়ার তত্ত্বকেও জানিয়েছেন তিনি৷
সুকান্ত বলেন, 'এটা সমর্থন বা অসমর্থনের বিষয় নয়৷ বিষয়টিকে অন্যভাবে পেশ করা হয়েছে৷ সেই সময় একটি আন্তর্জাতিক জার্নালে ভারতীয় গরুর দুধে সোনার অস্তিত্ব নিয়ে একটি পেপার বেরিয়েছিল৷ আমিও সেই সময় এটা পড়েছিলাম৷ সেটাই দিলীপদা বলেছিলেন৷ আমাদের যারা রাজনৈতিক বিরোধী তাঁরা এই বিষয়টিকে অতিরঞ্জিত করে পেশ করেন৷ খাবার খেলে তো শরীরে আয়রন তৈরি হয়৷ তার মানে তো এই নয় যে সেই লোহার টিএমটি বার দিয়ে বাড়ি বানাবেন৷ সবার সমালোচনাকে স্বাগত জানাই, কিন্তু একটু পড়াশোনা করে সমালোচনা করলে ভাল হয়৷ '
বিজেপি-র নতুন রাজ্য সভাপতির এ হেন মন্তব্যকেও কটাক্ষ করেছে তৃণমূল৷ গরুর দুধে সোনা নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, 'ওদের পুরো দলটাই গরু বিজ্ঞানীদের দল৷ সেটা যারা বিশ্বাস করার করবে৷ '