Dilip Ghosh and Sukanta Majumder praising each other | দিলীপ ঘোষের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে: সুকান্ত, পাল্টা যা বললেন 'প্রাক্তন'...

Last Updated:

Dilip Ghosh and Sukanta Majumder praising each other | । বিনয়ী বলে পরিচিত সুকান্ত দিলখোলা ভাবেই বললেন, "রাজ্য সভাপতি হিসেবে বিজেপির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দিলীপ ঘোষের নাম।"

নতুনকে জায়গা দিতে সরলেন পুরাতন। এক ফ্রেমে দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার।
নতুনকে জায়গা দিতে সরলেন পুরাতন। এক ফ্রেমে দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার।
#কলকাতা: 'দিলীপ ঘোষ যেখানে ছেড়ে গিয়েছেন সেখান থেকে শুরু করব', বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব নিয়ে প্রথমেই এমন বার্তা দিলেন সুকান্ত মজুমদার (Dilip Ghosh and Sukanta Majumder praising each other)। সেই সঙ্গে রইল দিলীপ ঘোষের জন্য দরাজ সার্টিফিকেট। সুকান্তর কথায়, পশ্চিমবঙ্গের সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিনয়ী বলে পরিচিত সুকান্ত দিলখোলা ভাবেই বললেন, "রাজ্য সভাপতি হিসেবে বিজেপির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দিলীপ ঘোষের নাম।"
রাতারাতি নাটকীয় রদবদল ঘটেছে বিজেপিতে। অনুমান ফলে গিয়েছে বহু রাজনৈতিক পর্যবেক্ষকের। দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি একজন হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিকল্প হিসেবে এসেছেন সুকান্ত মজুমদার। সুকান্ত বলছেন, "কলকাতা থেকে ৪০০ কিলোমিটার দূরের একজন সাধারণ কর্মীকে এমন কাজের দায়িত্ব দেওয়াটা বিজেপির পক্ষেই সম্ভব। এর জন্য অমিত শাহ, বিএল সন্তোষ, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে আমি ধন্যবাদ জানাই।"
advertisement
advertisement
উল্লেখ্য সুকান্তর এই দায়িত্বপ্রাপ্তিকে অবশ্য এতটা একরৈখিকভাবে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা (Dilip Ghosh replaced by Sukanta Majumder)। তাঁদের মত, উত্তরবঙ্গ বিজেপি-র অক্সিজেন পাওয়ার একমাত্র জায়গা এখন। তাই দিলীপের পরিবর্তে লকেট চট্টোপাধ্যায় বা দেবশ্রী চৌধুরীদের নয়, তাঁকেই বেছে নিয়েছে দল। তাছাড়া সুকান্তা আরএসএস ঘনিষ্ঠও বটে।
advertisement
দিলীপ ঘোষও অবশ্য যোগ্য সম্মান দিচ্ছেন সুকান্তকে। তিনি আজ পুরনো দায়িত্ব থেকে বিদায় নেওয়ার সময়ে বলেন, সুকান্ত মজুমদার আমার ক্যাপ্টেন। তাঁর নেতৃত্বে লড়াই করে পাঁচ বছর পরে রাজ্যে পরিবর্তন আনব।
কিন্তু কেন এত তাবড় মুখ থাকতে সুকান্তকে বেছে নিল দল? দিলীপ ঘোষকে কি ভোট ব্যর্থতার কারণেই সরতে হলো? দিলীপ ঘোষের নিজের ব্যাখ্যায়, "বিজেপি আসলে ধারণা বদলে দিয়েছে কলকাতা থেকে নেতা উঠে আসবে এমন টা সব সময় ঠিক নয় আমাদের নেতারা পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসছে। জঙ্গলমহল হোক বা উত্তরবঙ্গ পিছিয়ে পড়া এলাকা থেকে উঠে আসার নেতাকে গুরুত্ব দিচ্ছে বিজেপি।"
advertisement
ইনপুট-অরূপ দত্ত
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh and Sukanta Majumder praising each other | দিলীপ ঘোষের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে: সুকান্ত, পাল্টা যা বললেন 'প্রাক্তন'...
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement