পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এও বলেন, ‘‘ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।’’ বিচারকের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের চোখের জল ফেলা প্রসঙ্গে ঠিক এই ভাষাতেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করে বলেন, ‘‘এখন আর আফশোস করে কি হবে? চুরি করলে তো জেলে বসে চোখের জলই ফেলতে হবে।’’
advertisement
আরও পড়ুন- 'গায়ে আলতা ঢেলে নাটক করছে পুলিশ', বিস্ফোরক অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের
গতকাল, বুধবার ভার্চুয়াল শুনাতিতে হাজিরা দেন এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই শুনানিতেই কান্নায় ভেঙে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। ভার্চুয়াল শুনানির সময় কান্নায় ভেঙে পড়েন পার্থ। নিজের সম্মান নিয়ে আশঙ্কায় প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুনানি চলাকালীন পার্থ হাউহাউ করে কেঁদে ফেলেন। পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘আমি রাজনৈতিক চক্রান্তের শিকার, মন্ত্রী হওয়ার আগে বিরোধী দলনেতা ছিলাম। আমাকে ন্যায়বিচার দেওয়া হোক। আমাকে জামিন দিন, আমাকে বাঁচতে দিন।’’ বুধবার ফের আদালতে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়। সংশোধনাগারে থাকাকালীন এই নিয়ে তৃতীয় দফায় আদালতে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখোপাধ্যায়। তবে সশরীরে নয়, বুধবারও ভার্চুয়াল হাজিরা দেন এসএসসি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ ও অর্পিতা। এর আগের বারও ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন- 'আমি হলে মাথায় শ্যুট করতাম', আহত পুলিশ কর্তাকে দেখতে গিয়ে বললেন অভিষেক
পার্থবাবু সশরীরে হাজিরা দিতে চাইলেও অনুমতি দেয়নি আদালত। তাঁর আইনজীবীদের তরফে ৩১ অগাস্ট শেষ শুনানির সময়ে ব্যাঙ্কশাল আদালতে আবেদন করা হলেও তা খারিজ করে দিয়েছিলেন বিচারক। সংশোধনাগারে থাকাকালীন তিন দফায় পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেছে ইডি। আর সেই জেরা করেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের আরও বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারীরা বলে ইডি সূত্রের খবর।