আরজি কর কাণ্ডে যখন দিকে দিকে জ্বলছে প্রতিবাদের আগুন। ঠিক সেই আবহেই উত্তপ্ত জয়নগর কুলতলি এলাকা। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগে শনিবার উত্তাল হয় সেই এলাকা। আর এর পরে পরেই প্রতিবাদ হিসেবে এ বছর কোনও দুর্গাপুজো উদ্বোধন করবেন না বলে স্পষ্ট জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
advertisement
আরও পড়ুন– এই কোম্পানির শেয়ার কিনেছেন? দাম থাকতে থাকতে বেচে দিন, বিনিয়োগকারীদের সতর্ক করা হল
তবে নিজের হাতে পুজো উদ্বোধনের সমস্ত কর্মসূচি বাতিল করলেও পুজো মণ্ডপে সশরীরে হাজির থাকবেন বলে জানিয়ে সুকান্ত মজুমদার বললেন, ‘‘ মা দুর্গার কাছে প্রার্থনা করব যাতে আরজি কর হোক কিংবা কুলতলির ভয়াবহ ঘটনার যেন সঠিক বিচার হয়। আসল অপরাধীরা যাতে কঠোর সাজা পায়।’’
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত জানালেন, ‘‘দেবিপক্ষ চলছে। কিন্তু বাংলার দেবীরা আজ সুরক্ষিত নয়। একদিকে আরজিকর কাণ্ডের তরুণী চিকিৎসকের জন্য যেমন প্রত্যেকের মন ভারাক্রান্ত। পাশাপাশি কুলতলিতে যে ভাবে একজন ক্ষুদে ছাত্রীকে খুন করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন নাগরিক হিসেবে, একজন কন্যার পিতা হিসেবে আমি উদ্বিগ্ন, চিন্তিত, ভীত। সে কারণেই আমি পুজো মন্ডপে যাব কিন্তু কোনও পুজোর উদ্বোধন করব না। এভাবেই আমি আমার প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছি।’’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সুকান্ত মজুমদার এও বলেন, ‘‘রাজ্য সরকার ও পুলিশ বাংলার শিশু ও মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। তাই পুজো উদ্বোধনে সামিল না হলেও মণ্ডপে মণ্ডপে গিয়ে মায়ের কাছে আমি প্রার্থনা করব যেন এই সরকারকে যত দ্রুত সম্ভব উৎখাত করার ব্যবস্থা করা হয়।’’