বুধবার খগেন মুর্মুদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ মিছিল বের করে রাজ্য বিজেপি। সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, মনোজ ওঁরাও, লকেট চট্টোপাধ্যায়ের মতো তাবড় নেতা-মন্ত্রীরা উপস্থিত ছিলেন। সেই মিছিল থেকেই রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে বাংলাদেশ পাঠানোর বার্তা দেন বালুরঘাটের বিজেপি সাংসদ।
advertisement
তখনই এ কথা-ও কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূলের কথায় রাস্তায় নামবেন না, রাস্তায় নামলে কেন্দ্রীয় বাহিনী নামবে। যেমন মুর্শিদাবাদের সময় নেমেছিল। যদি দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোনও নেতার ছেলের জীবন যাবে না। কেন্দ্রীয় বাহিনী নামলে গুলি চলবে। আপনার বাড়ির লোকেদের গুলি লাগবে। আর তৃণমূল নেতারা AC ঘরে বসে থাকবেন।”
আরও পড়ুন: ‘সোনা পরেছেন কেন? খুলে ফেলুন…’! বারাসাতের রাস্তায় বৃদ্ধাকে আটকে বলল পুলিশ, তারপর? অবিশ্বাস্য কাণ্ড
সুকান্ত মজুমদার আরও বলেন, “আমরাও চাই প্রত্যেক বৈধ ভোটারের নাম থাকুক। কিন্তু, যার বাবা-মা-ঠাকুরদার নাম ভোটার লিস্টে নেই। অথচ তাঁর নাম ভোটার লিস্টে উঠে গিয়েছে। এটা কীভাবে হয়েছে? আমি বলছি, ভারতীয় মুসলমানদের নাম ভোটার লিস্টে থাকবে, তাতে তাঁরা আমাদের ভোট দিন আর না দিন। কিন্তু, বাংলাদেশি মুসলমান যাঁরা অনুপ্রবেশ করেছেন, তাঁদের নাম থাকবে না।” এরপরই পরিষ্কার সাবিনার উদ্দেশ্যে বার্তা দিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “স্পষ্ট বলে দিতে চাই, তোমার নামও যদি SIR-এ না থাকে, আপনি যদি বাংলাদেশি হন সাবিনা ইসাসমিন আপনাকেও ভারতের বাইরে যেতে হবে। এখানে রাখা হবে না। আর কত লন্ডভন্ড করেন দেখছি।”