আরও পড়ুন– শিল্পী নির্বাচনেও আমরা-ওরা! সরকারি সঙ্গীত মেলার পাল্টা এবার গঙ্গা পাড়ে সঙ্গীত উৎসব
‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।’ এই অভিযোগ জানিয়ে অবিলম্বে এ ব্যাপারে রাজ্যপালের হস্তক্ষেপের আবেদন করেন সুকান্ত। সন্দেশখালি কাণ্ড নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন সুকান্ত মজুমদার। আর এবার রাজ্যের সাংবিধানিক প্রধানের দ্বারস্থ হয়ে সুকান্ত মজুমদার সি ভি আনন্দ বোসের হস্তক্ষেপ চাইলেন। ইতিমধ্যেই রাজ্যপাল সন্দেশখালির ঘটনা নিয়ে কড়া বিবৃতি প্রকাশ করেছেন।
advertisement
আরও পড়ুন– ছাগল প্রসব করল দুটি বাছুর; অলৌকিক এই ঘটনা দেখে শুরু হয়েছে পূজা-অর্চনা
অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রাজ্য প্রশাসনের কর্তাদের। যদিও এখনও অধরা শেখ শাহজাহান। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বললেন, ‘‘উনিতো তৃণমূলের কাছে সম্পদ। দল থেকে প্রশাসন, সবাই জানে উনি কোথায় আছেন। আমাদের কাছেও নির্দিষ্ট খবর আছে যে শাহজাহান কোথায় আছেন। কিন্তু শীর্ষ মহল থেকে এখনও পর্যন্ত এ ব্যাপারে পুলিশকে যথাযথ নির্দেশ না দেওয়াতেই পুলিশ শাহজাহানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না।’’