TRENDING:

Sukanta on Abhishek: ‘আদালতও মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে,’ অভিষেকের মন্তব্যের পরেই পাল্টা সুকান্ত! সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে শাসকদলকে খোঁচা বিজেপি সাংসদের

Last Updated:

তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশকে অস্ত্র করেই সামাজিক মাধ্যমে তোপ দেগেছেন। তিনি লিখেছেন, "বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের জন্য বড় পরাজয়।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একশো দিনের কাজের মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। কাটল বাধা। কেন্দ্রের আবেদন খারিজ শীর্ষ আদালতের। হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ৩ বছর পরে একশো দিনের কাজ শুরু করতে পারবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এই প্রকল্পের বাংলার বকেয়া টাকা মঞ্জুর করতেও কেন্দ্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
News18
News18
advertisement

আর শীর্ষ আদালতের এই রায়ের পরেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ‘জমিদারদের পরাজয়’ বলে বিজেপিকে খোঁচা দেন অভিষেক। কিন্তু আদালত যে একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগকে মান্যতা দিয়েছে, সেই বিষয়টিকেই তুলে ধরছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: হাসপাতালের ওয়ার্ডের ভিতরেই…হঠাৎ নিভে গেল আলো, তারপরেই শাড়িতে টান! জঘন্য ঘটনা বর্ধমান মেডিক্যালে

advertisement

তাঁর বক্তব্য, আদালতের রায়ে স্পষ্ট আগের বকেয়া টাকা কেন্দ্রকে দিতে হবে না, কারণ সেই টাকা নির্দিষ্ট জায়গায় পৌঁছয়নি। সাংবাদিক বৈঠক করে সুকান্ত বলেন, “যে হাইকোর্টের রায় নিয়ে তৃণমূল কংগ্রেস লাফাচ্ছে, পরিষ্কার সেখানে আদালত উল্লেখ করেছে, কেন্দ্রীয় টিম নির্দিষ্ট কিছু অনিয়মের কথা রিপোর্টে তুলে ধরেছে। কিছু অর্থ পুনরুদ্ধারও করা হয়েছে। সেই অর্থ রাজ্যের MGNREGA-নোডাল অ্যাকাউন্টে রাখা রয়েছে। এটা আদালতের পর্যবেক্ষণ।”

advertisement

সুকান্তর কথায়, “অর্থাৎ, আদালতও মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে। আদালতের তরফ থেকে আরও অনেক পরামর্শ দেওয়া হয়েছে। যেমন নোডাল অফিসার বসানো, কেন্দ্র চাইলে যে কোনও জায়গায় তদন্ত করতে পারে।” তাঁর মতে, কেন্দ্রীয় সরকারের দাবিকে কলকাতা হাইকোর্ট প্রতি ক্ষেত্রে সমর্থন করেছে।

তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশকে অস্ত্র করেই সামাজিক মাধ্যমে তোপ দেগেছেন। তিনি লিখেছেন, “বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের জন্য বড় পরাজয়।”

advertisement

আরও পড়ুন : এই সেই SIR-এর ‘ফর্ম’, যা ঠিক করবে আপনার নাম ভোটার তালিকায় থাকবে কি না! কোথায় পাবেন? কোথায় জমা দিতে হবে? জানুন গোটা বিষয়

এই রায়কে ঐতিহাসিক বলে অ্যাখ্যা দিয়েছেন অভিষেক। তাঁর বক্তব্য, “বাংলাকে দমিয়ে রাখার চেষ্টাকারীদের গালে গণতান্ত্রিক থাপ্পড়। বিজেপি অহংকারের সীমা ছাড়িয়েছে। জনগণের ভোট ও আদালতে হার হয়েছে চক্রান্তকারীদের।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

উল্লেখ্য, একশো দিনের কাজের টাকা চেয়ে দিল্লিতে ধরনা অবস্থানে বসেছিলেন অভিষেক। ঝড় তুলেছিলেন সংসদেও। যদিও অভিষেকের এই বক্তব্য নিয়ে খোঁচা দিয়েছেন সুকান্ত। তাঁর বক্তব্য, “হয়ত আদালতের রায় পড়েও দেখেননি। এই রায়ের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে, কেন্দ্রীয় সরকার চাইলেই সেটা করতে পারে। তাতে আর শাসক নেতৃত্বের ট্যাঁ-ফু করার জায়গা থাকবে না। বহিরাগত তো সবাই।”

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta on Abhishek: ‘আদালতও মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে,’ অভিষেকের মন্তব্যের পরেই পাল্টা সুকান্ত! সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে শাসকদলকে খোঁচা বিজেপি সাংসদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল