সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরই কংগ্রেস, সিপিআইএম-এর তরফে 'সেটিং' তত্ত্ব নিয়ে জোরদার প্রচার চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির উপর চাপ বাড়ছে। এদিন অবশ্য সুকান্ত বলেন, ''সেটিং হলে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা জেলে যেতেন না। আজ নজর রাখুন, বড় কিছু হতে পারে।''
আরও পড়ুন: সিপিআইএম-র তাণ্ডব থামাতে আমাদের পাঁচ মিনিট লাগবে! হুঁশিয়ারি বিধায়কের
advertisement
এদিকে, অভিষেকের ইডি অফিসে হাজিরার দিনেই বিজেপিকে আক্রমণ নেমেছে তৃণমূল। কেন্দ্রীয় এজেন্সি বিজেপির পুতুল বলে কটাক্ষ শুরু করেছে তৃণমূল। #PuppetsofBJP রেখে প্রচার শুরু সোশ্যাল মিডিয়ায়। সমস্ত বিধায়ক, সাংসদ, সাংগঠনিক ব্যক্তিরা এই প্রচার করছেন। ইতিমধ্যেই একাধিক মন্ত্রী পোস্ট করেছেন।
আরও পড়ুন: নন্দীগ্রামে গণনা কারচুপির মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা, পিছু হটলেন শুভেন্দু অধিকারী!
কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছে তৃণমূল। এমনকি গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসা বলে বারবার জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এটা নিয়ে শুক্রবার সারাদিন প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে। ইডি, সিবিআই বিজেপির পুতুল এই হ্যাশট্যাগকে রেখে চলবে প্রচার। সমস্ত সাংসদ, বিধায়ক, সাংগঠনিক নেতারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করেছেন।