আর সেই স্লোগান নিয়েই অভিষেককে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই স্লোগান নিয়েই এবার অভিষেককে কটাক্ষ সুকান্তর। বৃহস্পতিবার সরাসরি অভিষেককে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, ‘কপি ক্যাট। নকল করার চেষ্টা করছে।’ প্রদীপ করের মৃত্যুকে কেন্দ্র করে অভিষেকের ‘বিচারের দাবি’ প্রসঙ্গে সুকান্ত বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, পানিহাটির ব্যক্তি SIR আতঙ্কে আত্মহত্যা করেছেন। কিন্তু তাঁর ডায়েরিতে লেখা নিয়েই সন্দেহ রয়েছে।’
advertisement
আরও পড়ুন: ফের SIR আবহে গলায় ফাঁস, ইলামবাজারে প্রাণ গেল ৮৫-র বৃদ্ধের!
এরপরই বিজেপি সাংসদ বলেন, ‘যে কোনও মৃত্যু দুঃখের। কিন্তু যে ব্যক্তির নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে, তাঁর চিন্তা থাকার কথা নয়। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, এঁরাই SIR নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন।’ অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, বিজেপি ইচ্ছে করে রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। পাল্টা সুকান্তর বক্তব্য, ‘ভুল বুঝিয়ে মিথ্যা ভয়ের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল।
আরও পড়ুন: ট্রেনের কামরায় কাকাশ্বশুরের এ কী ভয়াবহ রূপ! নিজের সিটে বসতে না পারায় জামাইকে ৫৪ কোপ মেরে খুন
এর কারণেই এমন আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।’ সুকান্ত মজুমদার আরও বলেন, ‘আরজি কর কাণ্ডের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। সে সময় তিনি নিজের জিমে ব্যস্ত ছিলেন। আজ তিনি প্রদীপ করের ঘটনায় স্লোগান তুলছেন। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, সারা বিশ্ব আন্দোলন করলেও তৃণমূলের কিছু যায় আসে না। বাংলার মানুষকে অপমান করলেন তিনি। এ এক চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ।’
বুধবার আগরপাড়ার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ‘বিজেপির কোনও নেতা এখনও পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন না কেন?’ তিনি বলেন, ‘যে ব্যক্তি নিজে লিখে গিয়েছেন, তাঁর মৃত্যুর জন্য NRC দায়ী সেটি নিয়েও কেন রাজনীতি? যারা নিজেদের হিন্দু ধর্মের ধারক-বাহক বলেন, তাঁদের কেউ কি পরিবারটার খোঁজ নিয়েছেন?’
SIR ইস্যুতে উত্তপ্ত রাজনীতি, তৃণমূলের রণকৌশল ঠিক করতে শুক্রবার জরুরী বৈঠকের ডাক অভিষেকের উল্লেখ্য, এর আগেই আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক তিলোত্তমা কাণ্ডের পর ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগানে উত্তাল হয়েছিল গোটা রাজ্য। রাস্তায় নেমে আন্দোলন করেছিল সাধারণ মানুষ। এবার সেই পথেই হাঁটলেন অভিষেক।পানিহাটি-আগরপাড়ার মাটিতে দাঁড়িয়েই অভিষেক স্লোগান তুললেন ‘জাস্টিস ফর প্রদীপ কর’। আর সেই স্লোগান নিয়েই সুকান্ত মজুমদারের মন্তব্যে শুরু হয়েছে নতুন বিতর্ক।
