পুলিশ তাঁকে হেনস্থা করেছে বলার পাশাপাশি তাঁর সঙ্গে পুলিশ চরম দুর্ব্যবহার করেছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন সুকান্ত। বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তরফ থেকে এই লিখিত অভিযোগ পাওয়ার পরেই সোমবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ তিন পুলিশ অফিসারকে সংসদীয় কমিটি তলব করল। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসককেও তলব করা হয়েছে। ডিজি সহ তিনজন আইপিএস আর দুজন আইএএসকে তলব করা হল এই ঘটনায়।
advertisement
আরও পড়ুন: বলুন তো, ভারতের সবথেকে গরিব রাজ্য কোনটি? নামটি শুনেই চমকে যাবেন নিশ্চিত
আগামী সোমবার সকাল সাড়ে দশটায় সংসদের বিশেষাধিকার কমিটির কাছে তিন IPS-কেই হাজির হওয়ার নোটিস পাঠানো হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বসিরহাটের এসপি এবং অ্যাডিশনাল এসপি-কে তলব করা হয়েছে। সেই সঙ্গে মুখ্যসচিব ও উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসককেও তলব করা হয়েছে।
আরও পড়ুন: সাংসদ পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর! ‘দিদি গ্রহণ করেননি’! তুললেন বিস্ফোরক অভিযোগও
একজন সাংসদের সঙ্গে আচরণের রীতি ভঙ্গের অভিযোগ সহ পুলিশের বিরুদ্ধে বর্বরতা ও নানান অভিযোগের পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটির কাছে কী জবাব দেন তিন আইপিএস, তার উত্তর দেবে সময়ই।