TRENDING:

Mallickbazar hospital tragedy: আজই হাসপাতাল থেকে ছুটি হতো, সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুজিত

Last Updated:

মাসখানেক আগে স্ত্রীর মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগতে শুরু করেন সুজিত৷ দু' দিন আগে বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সামান্য সমস্যা নিয়ে দু' দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ আজই ছুটি দিয়ে দিতেন চিকিৎসকরা৷ েলখা হয়ে গিয়েছিল ডিসচার্জ সার্টিফিকেটও৷ কিন্তু বাড়ি ফেরার বদলে আপাতত মল্লিকবাজারের সেই হাসপাতালেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন লেক টাউনের বাসিন্দা সুজিত অধিকারী৷
হাসপাতালের কার্নিশে বসে সুজিত অধিকারী৷
হাসপাতালের কার্নিশে বসে সুজিত অধিকারী৷
advertisement

এ দিন দুপুরে সেই হাসপাতালেরই আট তলার কার্নিশে চলে যান সুজিত৷ পরে সেই কার্নিশ থেকেই পড়ে গিয়ে গুরুতর আঘাত লাগে তাঁর৷ হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালের আট তলার কার্নিশ থেকে পড়ে গিয়ে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সুজিতের একটি হাত৷ টুকরো টুকরো হয়ে গিয়েছে পায়ের হাড়, মাথার খুলি তিন টুকরো হয়ে গিয়েছে৷ গুরুতর আঘাত লেগেছে বুক এবং কোমরেও৷ এই মুহূর্তে মল্লিকবাজারের ওই হাসপাতালেই ভেন্টিলেশনে রয়েছেন সুজিত৷

advertisement

আরও পড়ুন: ছেলের ডাকেও ফিরলেন না, স্ত্রীর মৃত্যুতেই বদলে যান লেকটাউনের সুজিত

মাসখানেক আগে স্ত্রীর মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগতে শুরু করেন সুজিত৷ দু' দিন আগে বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান তিনি৷ এর পরেই তাঁকে মল্লিকবাজারের ওই হাসপাতালে ভর্তি করা হয়৷ যদিও সিটি স্ক্যান সহ অন্যান্য পরীক্ষায় গুরুতর কিছু না মেলায় আজই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ সেই মতো এ দিন সকালে সুজিতকে িনতে হাসপাতালে পৌঁছন সুজিতের পিসি সহ পরিবারের সদস্যরা৷ ছুটির জন্য ডিসচার্জ সার্টিফিকেটও লিখে দেন চিকিৎসক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

হাসপাতাল থেকে যখন তাঁকে ছুটি দেওয়ার তোড়জোড় চলছে, ঠিক সেই সময়ই আটতলার এইচডিইউ ইউনিটের জানলা খুলে কার্নিশে নেমে পড়েন সুজিত৷ আড়াই ঘণ্টা ধরে তাঁকে বোঝানো, উদ্ধারের চেষ্টা চলে৷ কিন্তু সেই সব চেষ্টাই বিফলে যায়৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mallickbazar hospital tragedy: আজই হাসপাতাল থেকে ছুটি হতো, সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুজিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল