TRENDING:

রাত থেকেই শ্বাসকষ্ট..., হাসপাতালে নিয়ে যাওয়া হল 'কালীঘাটের কাকু' সুজয় কৃষ্ণকে

Last Updated:

Sujay Krishna Bhadra: শারীরিক ভাবে আদালতে হাজিরার আগেই ফের অসুস্থ। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শারীরিক ভাবে আদালতে হাজিরার আগেই ফের অসুস্থ। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে কার্ডিও ডিপার্টমেন্টে আছেন তিনি। আজ সোমবারই তাকে আদালতে সশরীরে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে গতকাল অর্থাৎ রবিবার রাত থেকে তাঁর শ্বাসকষ্ট শুরু হয় বলেই সূত্রের খবর।
সুজয় কৃষ্ণ ভদ্র
সুজয় কৃষ্ণ ভদ্র
advertisement

সোমবার সকালে জেল হাসপাতালের তরফে এসএসকেএমে যোগাযোগ করা হয়। চিকিৎসার জন‍্য তাঁকে হাসপাতালে পাঠাতে বলা হয়। চিকিৎসকদের পরামর্শ মতো এরপরেই জেল কর্তৃপক্ষ সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হাসপাতালে পাঠায়। তবে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষার পর সব রিপোর্ট দেখে সুজয় কৃষ্ণ ভদ্রকে ভর্তি নেওয়া হতে পারে বলেই হাসপাতাল সূত্রে খবর। তবে ভর্তি হতে হবে কি না চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন যাবতীয় পরীক্ষার পরই।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশের ‘জাতীয়’ পশু কী বলুন তো…? ‘নাম’ শুনলে এখনই চমকাবেন, শিওর!

আরও পড়ুন: কনকনে ঠান্ডা কাঁপাবে…! হুড়মুড়িয়ে পড়ছে পারদ! আগামী ৫ দিন ‘নতুন’ সতর্কতা রাজ্যে রাজ্যে! বছর শেষে কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। এবার ফের অসুস্থ কালীঘাটের কাকু। রবিবার রাত থেকেই প্রেসিডেন্সি জেলের মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়লেন তিনি। সুজয় কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থার দিকে নজর রাখা হবে। তাঁর মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে আদালত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রাত থেকেই শ্বাসকষ্ট..., হাসপাতালে নিয়ে যাওয়া হল 'কালীঘাটের কাকু' সুজয় কৃষ্ণকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল