TRENDING:

Sujay Krishna Bhadra: ইডি মামলায় জামিন! তবু 'জেলমুক্তি' অধরাই কালীঘাটের কাকুর! কবে ছাড়া পাবেন সুজয় কৃষ্ণ ভদ্র?

Last Updated:

Sujay Krishna Bhadra: আগাম জামিন চাওয়ার সুযোগ হারিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তবে এক্ষেত্রে জামিন চেয়ে নতুন করে আবেদন করতে পারে সুজয় কৃষ্ণ ভদ্র। সোমবার এমনই পর্যবেক্ষণ দিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।

advertisement
কলকাতা: জেলমুক্ত হচ্ছেন না সুজয় কৃষ্ণ ভদ্র। ইডি মামলায় জামিন হলেও সিবিআই মামলায় এখনও জেলবন্দী ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। কারণ, ‘সিবিআই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার সুজয় কৃষ্ণ ভদ্র। আর সেই মামলাতেই সিবিআই আবেদনকে মান্যতা দিয়েছে হাইকোর্ট।
সুজয় কৃষ্ণ ভদ্র
সুজয় কৃষ্ণ ভদ্র
advertisement

আগাম জামিন চাওয়ার সুযোগ হারিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তবে এক্ষেত্রে জামিন চেয়ে নতুন করে আবেদন করতে পারে সুজয় কৃষ্ণ ভদ্র। সোমবার এমনই পর্যবেক্ষণ দিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়…! ৬ রাজ্য কাঁপাবে ভারী-অতিভারী বৃষ্টি! ১১ রাজ্যে শৈত্যপ্রবাহ, ৮ রাজ্যে কুয়াশা-কাঁটা, ৪৮ ঘণ্টায় কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

advertisement

ইডি’র মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের ৷ সিবিআইয়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে এবং সিবিআই তাঁকে শোন এরেস্ট করার আবেদন জানিয়েছে নিম্ন আদালতে। ফলে জামিন পেলেও কালীঘাটের কাকুর জেল মুক্তি হবে কবে তা এখনও ঝুলেই রয়েছে।

আরও পড়ুন: বাড়িতে কোন ‘গাছ’ লাগালে ‘সাপ’ আসে না বলুন তো…? চমকে দেবে এই ‘নাম’, গ্যারান্টি!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

নিয়োগ দূর্নীতি মামলায় ২০২৩ সালের মে মাসে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছিল ইডি। বলা যায় প্রায় দেড় বছর পরে তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টে তার জামিন সংক্রান্ত মামলায় সুজয় কৃষ্ণ একাধিক বার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। যদিও ইডি’র তরফে বার বার বলা হয়, সুজয় কৃষ্ণ রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু, বিচারপতি শুভ্রা ঘোষ গত সপ্তাহেই সুজয় কৃষ্ণর জামিন মঞ্জুর করেছেন। তবে তার জেল মুক্তি হবে কি না, তা এখনও অনিশ্চিত।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sujay Krishna Bhadra: ইডি মামলায় জামিন! তবু 'জেলমুক্তি' অধরাই কালীঘাটের কাকুর! কবে ছাড়া পাবেন সুজয় কৃষ্ণ ভদ্র?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল