আগাম জামিন চাওয়ার সুযোগ হারিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। তবে এক্ষেত্রে জামিন চেয়ে নতুন করে আবেদন করতে পারে সুজয় কৃষ্ণ ভদ্র। সোমবার এমনই পর্যবেক্ষণ দিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
advertisement
ইডি’র মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের ৷ সিবিআইয়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে এবং সিবিআই তাঁকে শোন এরেস্ট করার আবেদন জানিয়েছে নিম্ন আদালতে। ফলে জামিন পেলেও কালীঘাটের কাকুর জেল মুক্তি হবে কবে তা এখনও ঝুলেই রয়েছে।
আরও পড়ুন: বাড়িতে কোন ‘গাছ’ লাগালে ‘সাপ’ আসে না বলুন তো…? চমকে দেবে এই ‘নাম’, গ্যারান্টি!
নিয়োগ দূর্নীতি মামলায় ২০২৩ সালের মে মাসে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছিল ইডি। বলা যায় প্রায় দেড় বছর পরে তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টে তার জামিন সংক্রান্ত মামলায় সুজয় কৃষ্ণ একাধিক বার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। যদিও ইডি’র তরফে বার বার বলা হয়, সুজয় কৃষ্ণ রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু, বিচারপতি শুভ্রা ঘোষ গত সপ্তাহেই সুজয় কৃষ্ণর জামিন মঞ্জুর করেছেন। তবে তার জেল মুক্তি হবে কি না, তা এখনও অনিশ্চিত।