TRENDING:

নবান্ন অভিযানের শুরুতেই আটক সুজন চক্রবর্তী সহ ৪ বাম বিধায়ক

Last Updated:

নবান্ন অভিযানের শুরুতেই আটক সুজন চক্রবর্তী সহ ৪ বাম বিধায়ক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নবান্ন অভিযানের শুরুতেই আটক অন্যতম শীর্ষ বাম নেতা ৷ কড়া পুলিশি নিরাপত্তা সত্ত্বেও পুলিশের নজর পেরিয়ে পিছনের গেট দিয়ে নবান্নে প্রবেশের চেষ্টা করায় বাম নেতা সুজন চক্রবর্তীকে আটক করে পুলিশ ৷ সুজন সহ আরও ৪ বাম বিধায়ক আটক ৷
advertisement

অভিযানের শুরুতেই পিটিএস-এর দিক থেকে সুজন চক্রবর্তীর নেতৃত্বে বাম বিধায়ক ও নেতা কর্মীদের একটি মিছিল পৌঁছায় নবান্নে ৷ পুলিশের নজর এড়িয়ে সুজন চক্রবর্তী বেশ কয়েকজন বাম বিধায়ক ও জনা দশেক কর্মীকে নিয়ে নবান্নের নর্থগেট দিয়ে ঢোকার চেষ্টা করেন ৷ পুলিশ তাদের বাধা দিলে উত্তপ্ত বাদানুবাদের পর সুজন চক্রবর্তী সহ বাম বিধায়কদের আটক করা হয় ৷ আটক তন্ময় ভট্টাচার্য, অশোক ভটাচার্য, আনিসুর রহমানও ৷ আটক বামফ্রন্ট নেতা ও বিধায়কদের হাওড়া পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে ৷

advertisement

অভিযানের শুরুতেই শীর্ষ নেতা-বিধায়করা আটক হওয়ায় খানিকটা ব্যাকফুটে বামেদের পরিকল্পনা ৷

আটক সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্যের অভিযোগ,  ‘নবান্নে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ পুলিশ ও তৃণমূলকর্মীরা বাধা দেয় ৷ জোর করে আমাদের গাড়িতে তোলে পুলিশ ৷ গালাগালি দিয়ে গাড়িতে তোলা হয় ৷’

advertisement

সপ্তাহের শুরুতেই বামেদের নবান্ন অভিযান। আগেরবারের থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তায় কোনও খামতি রাখতে নারাজ পুলিশ-প্রশাসন। নবান্ন পৌঁছনোর আগেই বিভিন্ন জায়গায় মিছিল আটকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিক্ষোভকাদের প্ররোচনায় যাতে পুলিশকর্মীরা পা না দেন, সেজন্য আগেরবারের ভিডিও দেখিয়ে দেওয়া হয় প্রশিক্ষণও।

২০১৫ সালের ২৭ অগাস্ট বামেদের অভিযান কর্মসূচি ঘিরে উত্তাল হয়ে ওঠে নবান্ন চত্বর।

advertisement

সহায়কমূল্যে ধান কেনা, সমস্ত গরিব মানুষকে খাদ্য সুরক্ষার আওতায় আনা, বেকারদের কর্ম সংস্থান-সহ ১৮ দফা দাবিতে বামেদের নবান্ন অভিযান। সোমবার, সপ্তাহের শুরুর দিনে ফের শক্তিপরীক্ষার লড়াইয়ে নামছে বামেরা। গতবার দু’লক্ষ লোক অংশ নিয়েছিলেন সেই কর্মসূচিতে। এবার সেই সংখ্যাটা দ্বিগুণ হবে। দাবি, বামেদের।

মূলত পাঁচটি পথে এবার নবান্ন অভিযানে নামছেন বাম কর্মী-সমর্থকরা। কলকাতায় তিনটি ও হাওড়ায় দুটি-সহ মোট পাঁচটি রুট হয়ে যাবে মিছিল।

advertisement

কলকাতা ও শিয়ালদহ স্টেশন ধরে যেসব মিছিল আসবে তা মিলবে রানি রাসমণি অ্যাভিনিউতে। সেখান থেকে নবান্ন রওনা দেবে মিছিল।

পার্ক সার্কাসের মুখ থেকে যে মিছিল শুরু হবে তা মিলবে পুলিশ ট্রেনিং স্কুলের সামনে।

ডায়মন্ড হারবার রোড হয়ে যেসব মিছিল আসবে তা খিদিরপুর মাজার হয়ে রওনা দেবে নবান্নের দিকে।

এছাড়াও হাওড়ার দিকে দুটি পয়েন্ট রয়েছে।

দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেলে যাঁরা আসছেন তাঁরা মিছিল শুরু করবেন রেল মিউজিয়াম থেকে। সেখান থেকে তাঁরা নবান্ন অভিমুখে রওনা দেবেন।

এছাড়া, সাঁতরাগাছি স্টেশন, ৬ নম্বর ও ২ নম্বর জাতীয় সড়ক হয়ে আসবে বাম কর্মী সমর্থকরা। তাঁরা সাঁতরাগাছি থেকে নবান্ন অভিযান শুরু করবেন।

বামেদের এই কর্মসূচি ঘিরে শহরে তীব্র যানজটের আশঙ্কা । শুধু তাই নয়, বামেদের এই কর্মসূচি যাতে রণক্ষেত্র না হয়ে ওঠে সেজন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

কলকাতায় বিশেষ ব্যবস্থা

- মোতায়েন  ২ হাজার পুলিশকর্মী

- মোতায়েন  হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, রেডিও ফ্লাইং স্কোয়াড ও কুইক রেসপন্স টিম

রাখা হবে গার্ড রেল

- মিছিল রুখতে ৩ থেকে ৪ স্তেরে বিশেষ ধরনের ব্যারিকেড থাকবে

- থাকবে গার্ড রেল

রাজ্যের প্রশাসনিক ভবন মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।

নবান্নে বিশেষ ব্যবস্থা

- ১০ ফুট উঁচু বিশেষ ব্যারিকেড

- সাঁতরাগাছি থেকে আসা মিছিল আটকে দেওয়া হবে কোনা এক্সপ্রেসওয়ের বেলেপোল ক্রসিংয়ে

- হাওড়া স্টেশন থেকে আসা মিছিল আটকে দেওয়া হবে ফোরশোর রোডে

- মোতায়েন থাকবেন হাওড়া শহর ও গ্রামীণ পুলিশ কর্মীরা

- উত্তরবঙ্গ আনা হয়েছে ৭০০ পুলিশ

- বারাকপুর থেকে এসেছে ৩০০ টাস্ক ফোর্স

- থাকবে র‍্যাফ ও কমব্যাট ফোর্স

- মোতায়েন রাখা হবে জললকামান

- ইটবৃষ্টি থেকে রেহাই পেতে পুলিশকর্মীদের বিশেষ জ্যাকেট দেওয়া হবে

- থাকবে পুলিশের ভিডিও ক্যামেরা

- হাওড়া হাসপাতাল, দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালের কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিক্ষোভকারীদের প্ররোচনায় পা দেবেন না। কীভাবে মোবাকিলা করবেন তাদের? আগেরবারের ফুটেজ দেখিয়ে পুলিশকর্মীদের রীতিমতো প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর এসবে ভর করেই এদিন বামেদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে প্রশাসন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
নবান্ন অভিযানের শুরুতেই আটক সুজন চক্রবর্তী সহ ৪ বাম বিধায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল