TRENDING:

পাকিস্তান মানচিত্র থেকে মুছে যাক, চান শহিদ সুদীপ বিশ্বাসের বোন

Last Updated:

মঙ্গলবার ভোরের এয়ারস্ট্রাইক নিয়ে কী বলছেন পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবার-পরিজনরা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ১২ দিনের মাথায় প্রত্যাঘাত। পুলওয়ামায় জঙ্গিহানার জবাব দিল ভারত। বালাকোটের জইশ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। মঙ্গলবার ভোরের এয়ারস্ট্রাইক নিয়ে কী বলছেন পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবার-পরিজনরা? খোঁজ নিল নিউজ
advertisement

১৪ ফেব্রুয়ারি, ২০১৯ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানা৷ হামলায় প্রাণ যায় চল্লিশজন সিআরপিএফ জওয়ানের। স্বজন হারানোর স্মৃতি এখনও টাটকা চল্লিশটি পরিবারে। এরই মধ্যে প্রত্যাঘাত।

পুলওয়ামা হামলার বারোদিনের মাথায় বালাকোটে এয়ার স্ট্রাইক ভারতীয় বায়ুসেনার। গুঁড়িয়ে দেওয়া হল জইশ-ই-মহম্মদের ঘাঁটি। ভারত সরকারের এই পদক্ষেপ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি হাওড়ার বাউড়িয়ার বাসিন্দা মিতা সাঁতরা। চোদ্দই ফেব্রুয়ারির জঙ্গিহানায় স্বামী বাবলুকে হারিয়েছেন মিতা। তিনি মনে করেন, যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না। পাশাপাশি, জওয়ানদের সুরক্ষা নিয়েও সওয়াল করেছেন মিতা।

advertisement

ভিন্ন মত নদিয়ার হাঁসপুকুরিয়ার বিশ্বাস পরিবার। পুলওয়ামা হামলায় প্রাণ হারান এই পরিবারেরই ছেলে, সাতাশ বছরের সুদীপ বিশ্বাস। সুদীপের বোন ঝুম্পা বিশ্বাস বলেন, ‘আমরা খুশি। পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে দেওয়া উচিত।’

কেউ চাইছেন শান্তি। কেউ চাইছেন প্রতিশোধ। অভিন্ন শুধু আপনজনকে হারানোর যন্ত্রণা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পাকিস্তান মানচিত্র থেকে মুছে যাক, চান শহিদ সুদীপ বিশ্বাসের বোন