১৪ ফেব্রুয়ারি, ২০১৯ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানা৷ হামলায় প্রাণ যায় চল্লিশজন সিআরপিএফ জওয়ানের। স্বজন হারানোর স্মৃতি এখনও টাটকা চল্লিশটি পরিবারে। এরই মধ্যে প্রত্যাঘাত।
পুলওয়ামা হামলার বারোদিনের মাথায় বালাকোটে এয়ার স্ট্রাইক ভারতীয় বায়ুসেনার। গুঁড়িয়ে দেওয়া হল জইশ-ই-মহম্মদের ঘাঁটি। ভারত সরকারের এই পদক্ষেপ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি হাওড়ার বাউড়িয়ার বাসিন্দা মিতা সাঁতরা। চোদ্দই ফেব্রুয়ারির জঙ্গিহানায় স্বামী বাবলুকে হারিয়েছেন মিতা। তিনি মনে করেন, যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না। পাশাপাশি, জওয়ানদের সুরক্ষা নিয়েও সওয়াল করেছেন মিতা।
advertisement
ভিন্ন মত নদিয়ার হাঁসপুকুরিয়ার বিশ্বাস পরিবার। পুলওয়ামা হামলায় প্রাণ হারান এই পরিবারেরই ছেলে, সাতাশ বছরের সুদীপ বিশ্বাস। সুদীপের বোন ঝুম্পা বিশ্বাস বলেন, ‘আমরা খুশি। পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে দেওয়া উচিত।’
কেউ চাইছেন শান্তি। কেউ চাইছেন প্রতিশোধ। অভিন্ন শুধু আপনজনকে হারানোর যন্ত্রণা।