এ দিন সাংবাদিক বৈঠক করে কুণাল নিজেই জানিয়েছেন, সুদীপদা আমাকে ফোন করেছিলেন৷ উনি বললেন, যে মিটিংয়ে আমাকে ডাকা হয়নি সেটা একটা অনিচ্ছাকৃত ভুল৷ ওনার অফিসের ডেসপ্যাস থেকে একটা গন্ডগোল হয়েছিল৷ সুদীপদা নিজেই জানিয়েছেন, এটা ওনার ভুল হয়েছে৷ আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিলেই সমস্যা মিটে যেত৷
আরও পড়ুন: কেন তৃণমূল ছাড়লেন? মমতার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়ে বিস্ফোরক তাপস
advertisement
গত কয়েকদিন ধরেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা নির্বাচনে ফের কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থী হওয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন কুণাল ঘোষ৷ এর পর সেই বিদ্রোহে যোগ দেন তাপস রায়৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন কুণাল৷ ক্ষোভে দলীয় পদ থেকেও ইস্তফা দেন তিনি৷ তবে এ দিন তিনি জানিয়েছেন, সুদীপের আমন্ত্রণে তিনি আজ সন্ধ্যায় চা খেতে যাবেন৷
কুণাল বলেন, ‘সুদীপদা অনেক সিনিয়র নেতা৷ তিনি আমাকে ফোন করে ভুল স্বীকার করেছেন৷ একজন কর্মী হিসেবে আমার এর পর আর কিছু বলার থাকতে পারে না৷’ ঘটনাচক্রে এ দিনই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলার জন্য কুণাল ঘোষকে শো কজ করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷
তবে তাপস রায় দল ছাড়লেও তিনি তৃণমূল আছেন এবং থাকবেন বলে জানিয়ে দিয়েছেন কুণাল ঘোষ৷ এ বিষয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা একটা পরিবার৷ এই পরিবারকে ভাঙা একটু কঠিন৷’