TRENDING:

Sudip Banerjee: 'মমতার পথেই অভিষেক, ছাপ ফুটে উঠছে!' রাখঢাক না করেই বলে দিলেন সুদীপ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চিকিৎসকদের পরামর্শে দিল্লিতে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দলের ধরনায় যোগ দিতে পারেননি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু মমতাকে ছাড়াই গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে দিল্লিতে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দিয়ে কার্যত গোটা দেশের নজর কেড়ে নিয়েছেন অভিষেক বন্দ্যোাপাধ্যায়৷
মমতার দেখানো পথেই অভিষেক?
মমতার দেখানো পথেই অভিষেক?
advertisement

এর পর কলকাতায় ফিরেই রাজ ভবনের সামনে টানা ধরনা অবস্থানে বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁর সঙ্গে দেখা করবেন, অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন তিনি৷

গত কয়েকদিনে অভিষেকের এই রাজনৈতিক কর্মকাণ্ড দেখে তৃণমূলের পুরনো নেতৃত্ব এবং রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই কয়েক বছর পিছনে চলে যাচ্ছেন৷ কারণ বিরোধী নেত্রী থাকাকালীন তো বটেই, এমন কি মুখ্যমন্ত্রী হওয়ার পরও ঠিক একই ভাবে ধরনা অবস্থান, দিল্লিতে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নিজের দাবি আদায় করে গোটা দেশের নজর কেড়ে নিতেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তা সে সিঙ্গুর আন্দোলন চলাকালীন টানা অনশন আন্দোলন হোক অথবা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও ধর্মতলায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে ধরনা হোক৷ রাজ ভবনের সামনে অভিষেককে ধরনায় বসতে দেখে অনেকেরই অতীতের এই ঘটনাপ্রবাহ মনে পড়ে যাচ্ছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির স্টাইলে কতটা মিল, তা নিয়েও বঙ্গ রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে৷

advertisement

আরও পড়ুন: ফেসবুকে আলাপে প্রেম, পথের কাঁটা সরাতে স্বামীকে সেতু থেকে নদীতে ধাক্কা স্ত্রীর

আর এ দিন যাবতীয় ধোঁয়াশা সরিয়ে দিয়ে তৃণমূলের অন্যতম প্রবীণ সাংসদ এবং নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও স্বীকার করে নিলেন, অভিষেকের রাজনৈতিক কর্মকাণ্ডের গতিপ্রবাহ এবং কার্যক্রমে মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাপ ফুটে উঠছে৷ কলকাতার উত্তরের সাংসদের কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই অভিষেক বন্দোপাধ্যায় হাঁটছেন।’

advertisement

এ দিন রাজ ভবনের সামনে ধরনা মঞ্চে এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ তিনি আরও বলেন, ‘রাজ্যপাল না এসে যদি ভাবেন আমরা উঠে যাব। তা হচ্ছে না। যতদিন উনি আসবেন না আমরা বসে থাকব।’

রাজ ভবনের সামনের ধরনা মঞ্চ থেকে বার বারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থার অভিযোগে সরব হয়েছেন তৃণমূল নেতারা৷ এ দিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও বলেন, ‘এজেন্সি দিয়ে অভিষেকের গোটা পরিবারকে ডেকে পাঠাচ্ছে। এজেন্সিকে দিয়ে কাজ করানো হচ্ছে। আমি জানি কারণ আমাকে সিবিআই গ্রেফতার করেছিল। ইডি, সিবিআই শুধু সূত্র বলে খবর পাঠায়। ওরা খালি অসত্য কথা বলে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sudip Banerjee: 'মমতার পথেই অভিষেক, ছাপ ফুটে উঠছে!' রাখঢাক না করেই বলে দিলেন সুদীপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল