TRENDING:

Sudip Bandyopadhyay: ‘জিতে মেসির মতো মাঠ ছাড়ব...’, বার্তা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

উত্তর কলকাতার ভোট প্রচার নিয়ে অবশ্য সতর্ক করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ ৷ বিশেষ করে তাপস রায় প্রধান প্রতিপক্ষ হওয়ায় দলের সমস্ত নেতা কর্মী যারা অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে বসে আছেন, তাদের আরও বেশি করে ময়দানে নামতে বলছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: ‘‘আমি ৯ বারের জনপ্রতিনিধি ৷ এবার জিতে মেসির মতো মাঠ ছাড়ব।’’ অবসরের ইঙ্গিত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। ‘ভোট থাকুক মনে, দেবেন ঘরের কোণে’, ইতিমধ্যেই বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়লেন না বিজপি প্রার্থী তাপস রায় ৷ তিনি বলেছেন, ‘‘মানুষ অবসর নিতে বাধ্য করবে ওনাকে।’’  প্রসঙ্গত চার বার বিধায়ক ও পাঁচ বার সাংসদ হয়েছেন তিনি ৷ তবে তাঁর প্রতিপক্ষ তাপস রায় জানিয়েছেন, ‘‘এবারেই ওর মাঠ ছাড়ার ব্যবস্থা করে দেওয়া হবে। আর যতবার সাংসদ বা বিধায়ক হোন না কেন, উনি হয়েছেন আসলে প্রিয়রঞ্জন দাশমুন্সি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। ইতিমধ্যেই উত্তর কলকাতার প্রচার বেশ জমে উঠেছে। বিশেষ করে সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগী তাপস রায় উত্তর কলকাতার প্রার্থী হয়ে যাওয়ায় জমজমাট হয়ে গিয়েছে ভোটের প্রচার।
‘জিতে মেসির মতো মাঠ ছাড়ব...’, বার্তা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
‘জিতে মেসির মতো মাঠ ছাড়ব...’, বার্তা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
advertisement

আরও পড়ুন– রাজ্যে উষ্ণ আবহাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, কোন কোন জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস? জেনে নিন

উত্তর কলকাতার ভোট প্রচার নিয়ে অবশ্য সতর্ক করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ ৷ বিশেষ করে তাপস রায় প্রধান প্রতিপক্ষ হওয়ায় দলের সমস্ত নেতা কর্মী যারা অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে বসে আছেন, তাদের আরও বেশি করে ময়দানে নামতে বলছেন তিনি৷ কুণাল অবশ্য জানিয়েছেন, উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেস জিতবে। যেহেতু প্রতিপক্ষ মুখ তাপস রায় বিজেপির। তার সঙ্গে উত্তর কলকাতার অনেকের আত্মিক পরিচয় আছে। তাঁকে আবার অনেকে বিজেপি বলে ধরে না। তাই আমাদের দলের কর্মীদের আত্মবিশ্বাস বা আত্মতুষ্টির জায়গা নেই। তাই সতর্কতার সঙ্গে ভোট করতে হবে। সবাইকে নামাতে হবে। আশা করি লিড অব্যাহত থাকবে। ব্যক্তিগত সম্পর্ক প্রভাব যাতে ভোটে না পড়ে।’’

advertisement

আরও পড়ুন– পৃথিবীতে এমন কোন জিনিস রয়েছে, যার গন্ধে ভয় পায় সাপ ? জেনে রাখা অত্যন্ত প্রয়োজন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত উত্তর কলকাতার রাজনীতিতে অত্যন্ত পরিচিত নাম তাপস রায়। দীর্ঘদিন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের হয়ে সক্রিয় রাজনীতিতে তিনি অভ্যস্ত থেকেছেন ৷ যদিও তাঁর সঙ্গে সুদীপের দূরত্বের কথা কারও অজানা নয়। সুদীপের জন্যই তিনি দল ছেড়েছেন বলে অনেকে মনে করে ৷ যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন, তাই নিচু তলার কর্মীদের কাছে তিনি অত্যন্ত পরিচিত ৷ তাই সাবধানবাণী শোনালেন কুণাল ঘোষ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Sudip Bandyopadhyay: ‘জিতে মেসির মতো মাঠ ছাড়ব...’, বার্তা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল