উত্তর কলকাতার ভোট প্রচার নিয়ে অবশ্য সতর্ক করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ ৷ বিশেষ করে তাপস রায় প্রধান প্রতিপক্ষ হওয়ায় দলের সমস্ত নেতা কর্মী যারা অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে বসে আছেন, তাদের আরও বেশি করে ময়দানে নামতে বলছেন তিনি৷ কুণাল অবশ্য জানিয়েছেন, উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেস জিতবে। যেহেতু প্রতিপক্ষ মুখ তাপস রায় বিজেপির। তার সঙ্গে উত্তর কলকাতার অনেকের আত্মিক পরিচয় আছে। তাঁকে আবার অনেকে বিজেপি বলে ধরে না। তাই আমাদের দলের কর্মীদের আত্মবিশ্বাস বা আত্মতুষ্টির জায়গা নেই। তাই সতর্কতার সঙ্গে ভোট করতে হবে। সবাইকে নামাতে হবে। আশা করি লিড অব্যাহত থাকবে। ব্যক্তিগত সম্পর্ক প্রভাব যাতে ভোটে না পড়ে।’’
advertisement
আরও পড়ুন– পৃথিবীতে এমন কোন জিনিস রয়েছে, যার গন্ধে ভয় পায় সাপ ? জেনে রাখা অত্যন্ত প্রয়োজন
প্রসঙ্গত উত্তর কলকাতার রাজনীতিতে অত্যন্ত পরিচিত নাম তাপস রায়। দীর্ঘদিন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের হয়ে সক্রিয় রাজনীতিতে তিনি অভ্যস্ত থেকেছেন ৷ যদিও তাঁর সঙ্গে সুদীপের দূরত্বের কথা কারও অজানা নয়। সুদীপের জন্যই তিনি দল ছেড়েছেন বলে অনেকে মনে করে ৷ যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন, তাই নিচু তলার কর্মীদের কাছে তিনি অত্যন্ত পরিচিত ৷ তাই সাবধানবাণী শোনালেন কুণাল ঘোষ।