১৬ অগাস্ট সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা রাজ্য়ের সমস্ত জনসাধারণকে আরজি করে ঘটনার প্রতিবাদে সাধারণ ধর্মঘট পালন করার আহ্বান জানায় SUCI। চিকিৎসককে ধর্ষণ ও খুন। আরজি করে ভাঙচুর। এসবের প্রতিবাদে আগেই বাংলা বনধের ডাক দেয় এসইউসিআই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই বনধকে সমর্থনের ডাক দিয়েছেন। বনধের পাশাপাশি জায়গায় জায়গায় বিজেপির নেতৃত্বে অবরোধেরও আশঙ্কা।
advertisement
এদিকে এসইউসিআই বাংলা বনধের ডাক দিলেও নবান্ন থেকে কড়া নোটিশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে এসইউসির ডাকা ১২ ঘণ্টার বনধ ও বিজেপির ২ ঘণ্টার কর্মবিরতির আবেদন মোকাবিলা করা হবে। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার জনজীবন স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বনধের কোনও প্রভাব পড়বে না।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2024 8:49 AM IST