TRENDING:

গ্রিন করিডরের সাহায‍্যে শহর কলকাতায় ফের হৃদযন্ত্র প্রতিস্থাপন, দাতা মুম্বইয়ের ১৬ বছর বয়সী ওংকার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গ্রিন করিডরের সাহায‍্যে শহর কলকাতায় ফের হৃদযন্ত্র প্রতিস্থাপন। মুম্বই থেকে বিমানে হৃদযন্ত্র এল কলকাতায়। দাতা মুম্বইয়ের ১৬ বছর বয়সী ওংকার লুদবে। মুম্বই থেকে বিমানে কলকাতায় এসে পৌঁছয় ওংকারের হৃদয়।
advertisement

১০টা ২৩ থেকে ১০টা ৩৯ - মাত্র ১৬মিনিট ২৩ সেকেন্ডেই ১৮ কিমি পথ পেরিয়ে বিমানবন্দর থেকে বাইপাসের পাসের হাসপাতালে আসে হৃদযন্ত্র। মঙ্গলবার রাতেই হয় অপারেশন। ব্রেন ডেথ হওয়ার পর ওঙ্কারের পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেন।

ভারতের নানা প্রান্তে তাঁর ৬টি অঙ্গ দান করা হয়। হৃদযন্ত্র পেয়েছেন কলকাতার দমদমের বাসিন্দা ৪৭ বছর বয়সী অনুষা অধিকারী। কলকাতায় বাইপাসের পাশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক তাপস রায়চৌধুরী ও চিকিৎসক কে এম মন্দানার তত্ত্বাবধানে হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়। মঙ্গলবার মুম্বইয়ের গ্লোবাল হাসপাতালে সন্ধ‍্যা ৬টা ৪০ মিনিট নাগাদ হৃদযন্ত্র সংরক্ষণ করা হয়। এর চার ঘণ্টার মধ‍্যেই কলকাতার হাসপাতালে এসে পৌঁছয় হৃদযন্ত্র।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
গ্রিন করিডরের সাহায‍্যে শহর কলকাতায় ফের হৃদযন্ত্র প্রতিস্থাপন, দাতা মুম্বইয়ের ১৬ বছর বয়সী ওংকার