আরও পড়ুন: তৈরি করেছিলেন একাধিক দৃষ্টান্ত! মহানাগরিক সুব্রতর প্রয়াণে মনখারাপ কলকাতার পৌর নিগমের...
মাত্র ৭৫ বছর বয়সে সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) আকস্মিক প্রয়াণে যে, শুধু রাজনৈতিকমহলে শোকের ছায়া নেমে এসেছে, তাই নয়। একইসঙ্গে শোকাতুর ময়দানও। আলোর উৎসবের দিনেও মোহনবাগান তাঁবুতে নেমে এল যেন অন্ধকার।
advertisement
মোহনবাগান (MohunBagan)-অন্ত প্রাণ মানুষটা যেভাবে এভাবে চলে যাবেন, সেটা বোধহয় কেউ কল্পনাও করতে পারেনি। শোকবার্তা জ্ঞাপনে ধরে আসছিল ক্লাব সচিব সৃঞ্জয় বোসের গলা। তাঁর কোথায় স্পষ্ট তিনি ক্লাবের একজন সহযোদ্ধা নন, হারালেন একজন অভিভাবককে (Subrata Mukherjee Passes Away)। মোহনবাগান (Mohun Bagan) সচিব এদিন বলেন, “ভাবতে পারছি না, সুব্রতদা এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন। কী বলব? বলার মতো কোনও ভাষা খুঁজে পাচ্ছি না। আমি একজন অভিভাবকে হারালাম। আমার কাছে অপূরণীয় ক্ষতি।”
বর্তমানে মোহনবাগান (MohunBagan) ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee Passes Away)। কিন্তু ক্লাবের হয়ে কাজ করতে তাঁর কখনওই কোনও পদের দরকার হত না। সবসময় মোহনবাগানের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ময়দান ভালোবাসা মানুষটি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক জানিয়ে শুক্রবার ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হবে।
এদিন সকালেই আপাদমস্তক এই মোহনবাগানপ্রেমীকে শেষশ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদন যান ক্লাবের সচিব সৃঞ্জয় বোস, ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত এবং প্রাক্তন ফুটবলার সত্যজিত চট্টোপাধ্যায়। শেষবারের মতো সুব্রতবাবুকে শ্রদ্ধা জানিয়ে তাঁর দেহ সবুজ-মেরুন পতাকায় মুড়িয়ে দেন মোহনবাগান কর্তারা।
আরও পড়ুন: রবীন্দ্র সদনে পৌঁছল সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ, শায়িত থাকবে বেলা ২টো পর্যন্ত
শুধু ফুটবল নয়, ময়দানের অন্যান্য খেলার সঙ্গেও যুক্ত ছিলেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee Passes Away)। রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী৷ তাঁর প্রয়াণে কবাডিতেও বিরাট ধাক্কা। একটা সময় যুক্ত ছিলেন বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও। ইডেনে ক্রিকেট ম্যাচ হলেও সবরকমভাবে সাহায্য করতেন তিনি। স্বভাবতাই তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন কলকাতা ময়দান। চিরসবুজ সেই মানুষটার স্মৃতিতে আজ যেন আদ্যোপান্ত ঘিরে আছে সবুজ ময়দান।