TRENDING:

Subhranshu Roy on Abhishek Banerjee: অভিষেকে কৃতজ্ঞ-মমতাকে স্যালুট, ফের 'ঘর ওয়াপসি'র জল্পনা মুকুল-পুত্রের

Last Updated:

Subhranshu Roy on Abhishek Banerjee: অভিষেক স্তুতি করে মুকুল পুত্র বলেন, 'অভিষেক প্রথম দেখলেই জিজ্ঞেস করত কাকিমা কেমন আছে? একসাথে বড় হয়েছি আমরা। ও আজ একটা ন্যাশনাল ফিগার। আমি হেরে গেছি। তার পরেও যে ভাবে খোঁজ নিয়েছে।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরও একবার দলবদলের জল্পনা উসকে দিলেন মুকুল রায়ের (Mukul Roy) পুত্র শুভ্রাংশু রায় (Subhranshu Roy)। বললেন, 'অভিষেকের কাছে আমি কৃতজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যালুট।' ফের মমতা-অভিষেকের প্রশংসা শুভ্রাংশুর মুখে উঠে আসায় অলিখিতভাবে মুকুল রায়ের তৃণমূলে আগমন নিয়ে জল্পনা আরও হাওয়া পেল। এদিন রাতে NEWS 18 বাংলা-কে শুভ্রাংশু বলেন, 'আমার মাকে অভিষেক প্রচন্ড শ্রদ্ধা করে। অভিষেক (Abhishek Banerjee) এভাবে পাশে দাঁড়ানোয় আমি কৃতজ্ঞ। মুখ্যমন্ত্রী আমার বাবার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আমি তার কাছেও কৃতজ্ঞ।আমার ভুলেই আমার মাকে হয়তো প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। অতীতেও যত বার দেখা হয়েছে অভিষেক মায়ের খোঁজ নিয়েছে।'
advertisement

এরপরই অভিষেক স্তুতি করে মুকুল পুত্র বলেন, 'অভিষেক প্রথম দেখলেই জিজ্ঞেস করত কাকিমা কেমন আছে? একসাথে বড় হয়েছি আমরা। ও আজ একটা ন্যাশনাল ফিগার। আমি হেরে গেছি। তার পরেও যে ভাবে খোঁজ নিয়েছে। সেই কারণে আমি চিরকৃতজ্ঞ। বাবা ভ্যাকসিন নিয়েছে কিনা, এখন কী খাচ্ছেন, প্রতিনিয়ত খোঁজ নেন মুখ্যমন্ত্রী।'

বাংলায় বিজেপির ধর্মীয় রাজনীতিকেও এদিন একহাত নিয়েছেন তিনি। বলেন, 'আমরা পাঁচ মাস আগেও এদের অবহেলা করেছি। অনেকে আমার মায়ের জন্য আজ চাদর চড়াচ্ছে। বাংলার রাজনীতিতে ভেদাভেদ একদম ঠিক হয়নি। আমার প্রায়োরিটি আমার মা।

advertisement

বিজেপির সমালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর অকুণ্ঠ প্রশংসাও ধরা পড়েছে শুভ্রাংশু রায়ের গলায়। তিনি বলেন, 'একটা দল জনসমর্থনের ক্ষমতায় এসেছে। তার সমালোচনা করার আগে আমরা কেন হেরে গেলাম সেটা ভাবা উচিত। Covid পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করলেন, ইয়াস নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করলেন, তাকে স্যালুট করা উচিত।'

প্রসঙ্গত, রাজনৈতিক মহলের একাংশ বলছে, আসলে শুভ্রাংশু নয়, এই সমস্ত কথাই আসলে মুকুল রায়ের 'মনের কথা'। মুকুলের সাম্প্রতিক গতিবিধি, বিজেপিকে নিয়ে নিষ্প্রভ ভাব, মুকুলের অসুস্থ স্ত্রীকে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ে হাসপাতাল যাত্রা, মুকুল পুত্র শুভ্রাংশুর অভিষেক-বন্দনা, সর্বোপরি মুকুল রায়-দিলীপ ঘোষ সংঘাত মাথাচাড়া দেওয়া, সব মিলিয়ে মুকুল রায়কে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। যদিও মুকুল রায় নিজে এখনও তৃণমূলে ফেরার কথা বলেননি। তবে, পথ যে তৈরি হচ্ছে, তা স্পষ্ট হয়ে উঠছে ক্রমশই।

advertisement

ঘনিষ্ঠ মহলে মুকুল নিজেও বলেছেন, 'অভিষেক আর শুভ্রাংশু ছোট বেলার বন্ধুত্ব। ওঁরা একে অপরকে ভালো মতো চেনে, জানে। ওঁদের মধ্যে এমন সম্পর্কই স্বাভাবিক।' অর্থাৎ বার্তা স্পষ্ট। রাজনৈতিক মহলের একাংশ বলছে, যে অভিষেকের সঙ্গে সংঘাতের কারণেই একদা তৃণমূল ছেড়েছিলেন মুকুল, তাঁকে নিয়ে এতটা সুর নরমের মাধ্যমেই মনের বার্তা আসলে স্পষ্ট করে দিয়েছেন 'চাণক্য' মুকুল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জেলার বুকে একটুকরো পার্ক স্ট্রিট! বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের বিরাট আয়োজন, দেখুন
আরও দেখুন

----কমলিকা সেনগুপ্ত

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Subhranshu Roy on Abhishek Banerjee: অভিষেকে কৃতজ্ঞ-মমতাকে স্যালুট, ফের 'ঘর ওয়াপসি'র জল্পনা মুকুল-পুত্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল