ঠিক কী হয়েছিল এদিন? ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সরকার আয়োজিত নেতাজির জন্মজয়ন্তী উৎসবে বক্তব্য রাখতে মঞ্চে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ঘোষণা হতেই পোর্ডিয়ামে যাচ্ছিলেন তিনি। কিন্তু ঠিক সেই সময়েই ভিড়ের মধ্যে থেকে কয়েকজন ''জয় শ্রী রাম'' স্লোগান দিতে শুরু করেন। প্রতিবাদে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য না রাখার সিদ্ধান্ত নেন।'
তিনি বলেন, ''সরকারি অনুষ্ঠানের একটা শালীনতা থাকা উচিৎ। এটা কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। এটা সকল মানুষের, সব রাজনৈতিক দলের সকলের অনুষ্ঠান। আমি প্রধানমন্ত্রীজি এবং সংস্কৃতি মন্ত্রকের কাছে কৃতজ্ঞ অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। কিন্তু কাউকে অনুষ্ঠানে আমন্ত্রণ করে তারপর অপমান করা উচিৎ নয়। এর প্রতিবাদে আমি আর কোনওকিছু এখানে বলব না। জয় হিন্দ, জয় বাংলা।''
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 23, 2021 6:22 PM IST