সংগঠকদের বক্তব্য, বাংলার ঐতিহ্যবাহী ছাত্র স্বাস্থ্য আন্দোলন তথা স্বাধীনতা সংগ্রামের নির্যাস পুষ্ট স্টুডেন্টস হেলথ হোমের অনুদান ২০১২ সালে সরকার স্থগিত করে দেয়। পরবর্তী কালে নির্বাচিত বিদ্যালয় পরিচালন সমিতিগুলিও ভেঙে দেওয়ায় হোমের সদস্য সংগ্রহও কঠিন হয়ে পড়ে। এমন বিপরীত স্রোতেও হোম কিন্তু হারিয়ে যায়নি। সংগঠকদের নিরলস প্রচেষ্টা ও দরদী মানুষের সমর্থনকে হাতিয়ার করে হোম আবার ঘুরে দাঁড়াচ্ছে। জানা গিয়েছে,অর্থ সংগ্রহের নিরিখে ২০-২১ সালে স্টুডেন্ট হেলথ হোমের সদস্য সংখ্যা ২ লক্ষ ছাত্রছাত্রী থেকে ২১-২২ সালে ৫ লক্ষ এবং ২২-২৩ সালে তা ৮ লক্ষ ছাড়াচ্ছে।
advertisement
আরও পড়ুন : দাবিদারহীন দুই পরিত্যক্ত শিশুকন্যা অবশেষে পেল যত্নের ঠিকানা
ইতিহাস বলছে, ১৯৫২ সালে স্টুডেন্টস হেলথ হোম যাত্রা শুরু করেছিল ধর্মতলায় ডাঃ অমিয় বসুর চেম্বারে। তাই ৭ এপ্রিল, ২০২৩, সকাল ৮.৩০ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে শুরু হবে পদযাত্রা। কলকাতার বিভিন্ন রাস্তা ঘুরে মৌলালি মোড়ে স্টুডেন্টস হেলথ হোমের বর্তমান কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হবে পদযাত্রা। আনুষ্ঠানিক ভাবে মৌলালির রামলীলা ময়দানে হবে সমাপ্তি অনুষ্ঠান। ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে স্বাস্থ্য সম্বন্ধীয় সচেতনতা মূলক প্রচার ছাড়াও এই পদযাত্রার লক্ষ্য হোমের বর্তমান কর্মকাণ্ডগুলি জনসমক্ষে তুলে ধরা। এই প্রসঙ্গে তাঁদের কল্যাণমূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন স্টুডেন্টস হেল্থ হোমের সংগঠকরা।