TRENDING:

Students' Health Home: ২ বছর পর ফের পুরনো কর্মকাণ্ডে ফিরছে ঐতিহ্যবাহী Students' Health Home

Last Updated:

Students' Health Home: এ বছর ফের সেই পদযাত্রার আয়োজন করা হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : সকলের স্বাস্থ্যের দাবিতে প্রতি বছরই পদযাত্রার আয়োজন করে থাকে স্টুডেন্টস হেলথ হোম। কোভিড-সহ একাধিক কারণে গত দু'বছর সেই পদযাত্রা করা যায়নি। তবে এ বছর ফের সেই পদযাত্রার আয়োজন করা হয়েছে। আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে ধর্মতলা থেকে মৌলালির রামলীলা ময়দান পর্যন্ত এই পদযাত্রার আয়োজন করেছে নেতৃত্ব। বুধবার কলকাতা প্রেস ক্লাবে সংগঠনের তরফে জানানো হয়েছে, "সকলের স্বাস্থ্যের দাবিতে বাৎসরিক পদযাত্রা স্টুডেন্টস হেলথ হোম আন্দোলনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। বহুবিধ কারণে বিগত দুই দশক এই পদযাত্রা সংগঠিত করা যায়নি। সম্প্রতি স্টুডেন্টস হেলথ হোম আন্দোলনকে ঘিরে যে নতুন উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে তাকে আরও সুসংহত করার লক্ষ্যে আমরা এ বছর আবার পদযাত্রা ফিরিয়ে আনছি, রাজ্যব্যাপী বিস্তৃত ৩২টি আঞ্চলিক কেন্দ্রে এই পদযাত্রা হচ্ছে। পরিশেষে কেন্দ্রীয়ভাবে কলকাতায় আগামী ৭ই এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবসে। কলকাতা ধর্মতলা থেকে মৌলালীর রামলীলা ময়দানে।"
সকলের স্বাস্থ্যের দাবিতে প্রতি বছরই পদযাত্রার আয়োজন করে থাকে স্টুডেন্টস হেলথ হোম
সকলের স্বাস্থ্যের দাবিতে প্রতি বছরই পদযাত্রার আয়োজন করে থাকে স্টুডেন্টস হেলথ হোম
advertisement

সংগঠকদের বক্তব্য, বাংলার ঐতিহ্যবাহী  ছাত্র স্বাস্থ্য আন্দোলন তথা স্বাধীনতা সংগ্রামের নির্যাস পুষ্ট স্টুডেন্টস হেলথ হোমের অনুদান ২০১২ সালে সরকার স্থগিত করে দেয়। পরবর্তী কালে নির্বাচিত বিদ্যালয় পরিচালন সমিতিগুলিও ভেঙে দেওয়ায় হোমের সদস্য সংগ্রহও কঠিন হয়ে পড়ে। এমন বিপরীত স্রোতেও হোম কিন্তু হারিয়ে যায়নি। সংগঠকদের নিরলস প্রচেষ্টা ও দরদী মানুষের সমর্থনকে হাতিয়ার করে হোম আবার ঘুরে দাঁড়াচ্ছে। জানা গিয়েছে,অর্থ সংগ্রহের নিরিখে ২০-২১ সালে স্টুডেন্ট হেলথ হোমের সদস্য সংখ্যা ২ লক্ষ ছাত্রছাত্রী থেকে ২১-২২ সালে ৫ লক্ষ এবং ২২-২৩ সালে তা ৮ লক্ষ ছাড়াচ্ছে।

advertisement

আরও পড়ুন :  দাবিদারহীন দুই পরিত্যক্ত শিশুকন্যা অবশেষে পেল যত্নের ঠিকানা

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

ইতিহাস বলছে, ১৯৫২ সালে স্টুডেন্টস হেলথ হোম যাত্রা শুরু করেছিল ধর্মতলায় ডাঃ অমিয় বসুর চেম্বারে। তাই ৭ এপ্রিল, ২০২৩, সকাল ৮.৩০ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে শুরু হবে পদযাত্রা। কলকাতার বিভিন্ন রাস্তা ঘুরে মৌলালি মোড়ে স্টুডেন্টস হেলথ হোমের বর্তমান কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হবে পদযাত্রা। আনুষ্ঠানিক ভাবে মৌলালির রামলীলা ময়দানে হবে সমাপ্তি অনুষ্ঠান। ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে স্বাস্থ্য সম্বন্ধীয় সচেতনতা মূলক প্রচার ছাড়াও এই পদযাত্রার লক্ষ্য হোমের বর্তমান কর্মকাণ্ডগুলি জনসমক্ষে তুলে ধরা। এই প্রসঙ্গে তাঁদের কল্যাণমূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন স্টুডেন্টস হেল্থ হোমের সংগঠকরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Students' Health Home: ২ বছর পর ফের পুরনো কর্মকাণ্ডে ফিরছে ঐতিহ্যবাহী Students' Health Home
Open in App
হোম
খবর
ফটো
লোকাল