স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি আমাদেরও বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সচেতন হয়েই সন্তানদের ফের স্কুলে পাঠানো উচিত'। শহরের নামজাদা স্কুল ডন বস্কো স্কুলের পড়ুয়া ভ্যালেন্টিনা ঘোষ, ভিক্টর ঘোষের কথায়, 'অনলাইনের মাধ্যমে টিচাররা যেভাবে আমাদের এতদিন পড়াশোনা করিয়েছেন তার জন্য আমরা স্কুল বন্ধ থাকার অভাবই বুঝতে পারিনি। তবে স্কুল খোলার খবর পেয়ে আরও খুশি। এ বারে পড়াশোনার পাশাপাশি স্কুলে গিয়ে নিয়মিত বন্ধুদের সঙ্গেও দেখা হবে'। এক দিকে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষা শিবিরের জোরদার দাবি এবং শিক্ষা প্রশাসনের তোড়জোড়, অন্য দিকে করোনার নতুন দাপট। এই টানাপড়েনের মধ্যে নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই ফের স্কুল কলেজ চালু করার কথা শোনা যাচ্ছিল শিক্ষা দফতর সূত্রে।
advertisement
পুজোর আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সেই আশ্বাস দিয়েছিলেন (Bangla News)। অবশেষে এই বিষয়ে মুখ্য সচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুল খোলার আগে যাতে রাজ্যের স্কুল কলেজ গুলিকে স্যানিটাইজ করা হয় সেই সমস্ত বিষয়গুলি নজরে রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্যের স্কুল কলেজ খোলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে প্রশাসনিক সভায় এই সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক আগামী ১৬ নভেম্বর থেকেই রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে শুরু হতে চলেছে পঠন-পাঠন।
VENKATESWAR LAHIRI