TRENDING:

কবে হবে ছাত্র ভোট? সুর চড়াচ্ছে রাজ্যের ছাত্র সংগঠনগুলি

Last Updated:

২০১৯ সালে ছাত্র ভোটের প্রস্তুতি শুরু করা হলেও, পরে করোনা পরিস্থিতির কারণে ছাত্র ভোট বন্ধ করে দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভোট কবে হবে? আপাতত এই প্রশ্নই রাজ্যের ছাত্র সংগঠনগুলির। উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, ছাত্র ভোট কবে হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত না হলেও, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে একপ্রস্থ আলাপ-আলোচনা শুরু হয়েছে। রাজ্যে পঞ্চায়েত ভোট হতে পারে আগামী বছরের শুরুতেই। পঞ্চায়েত ভোটের আগেই রাজ্য ছাত্র ভোটের দাবি ফের উঠেছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

সম্প্রতি মেডিক্যাল কলেজের ছাত্র ভোটকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে বিরোধী ছাত্র সংগঠনগুলিও ছাত্র ভোটের দাবি নিয়ে সোচ্চার। এমনকী, রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনও চাইছে অবিলম্বে ছাত্র ভোট হোক।

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, "আমরাও রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র ভোট চাই। কিন্তু কবে ছাত্র ভোট করা হবে, সেটা অবশ্যই রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। আমরা আমাদের দাবি রাজ্য সরকারের কাছে রেখেছি।"

advertisement

প্রসঙ্গত, ২০১৯ সালে ছাত্র ভোটের প্রস্তুতি শুরু করা হলেও, পরে করোনা পরিস্থিতির কারণে ছাত্র ভোট বন্ধ করে দেওয়া হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ছাত্র ভোট হয়েছিল। এর মধ্যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় টিএমসিপি ছাত্র সংসদ ধরে রেখেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্লাস প্রতিনিধির একাধিক আসনে জয় পেয়েছিল শাসক দলের ছাত্র সংগঠন। তবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য ফলাফল করেছিল ছাত্র সংগঠন এসএফআই।

advertisement

তবে বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র ভোটের প্রক্রিয়া শুরু করা গেলেও পরবর্তী সময়ে করোনা পরিস্থিতির কারণে কলেজগুলিতে আর ছাত্র ভোট করাতে পারিনি রাজ্য। যদিও শেষ বার পুরোদমে ছাত্র ভোট  হয়েছিল ২০১৬ এর শেষ দিক ও ২০১৭ এর শুরুতে। ওই সময় রাজ্যজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র ভোট হয়েছিল। তারপর থেকে দীর্ঘদিনই রাজ্যের কলেজগুলিতে ছাত্র ভোট করানো যায়নি।

advertisement

এ প্রসঙ্গে বলতে গিয়ে এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "আমরা চাই অবিলম্বে ছাত্র ভোট। দীর্ঘদিন রাজ্যের কলেজগুলিতে ছাত্র ভোট হয়নি। তার জেরে ছাত্র সংসদ গুলো দীর্ঘদিন কার্যকরী হচ্ছে না। আমরা প্রস্তুত ছাত্র ভোটের জন্য।" সম্প্রতি একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই ছাত্র ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেক্ষেত্রে এখনও পর্যন্ত ছাত্র ভোট নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।

advertisement

দফতরের আধিকারিকদের ব্যাখ্যা ছাত্র ভোট করাতে গেলে ন্যূনতম ২১ দিন আগে নির্দেশিকা জারি করতে হবে। শুধু তাই নয় বিশ্ববিদ্যালয় গুলিকেও ছাত্র ভোটের জন্য বিশেষ প্রস্তুতি নিতে হবে। এর জন্য প্রয়োজনীয় অ্যাডভাইজারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেবে উচ্চশিক্ষা দফতর। সেক্ষেত্রে প্রস্তুতি নিতেই বেশ কিছুটা সময় লাগবে। ছাত্র ভোট করাতে গেলে মাথায় রাখতে হবে বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা নেওয়ার সময়সূচীও। ছাত্র ভর্তি কেও মাথায় রাখতে হবে ছাত্র ভোট করানোর জন্য।

আরও পড়ুন, ২০ জনকে বিয়ে, বাদ যায়নি নিজের মেয়েও! ধর্মগুরুর বিরুদ্ধে তদন্তে নেমে হতবাক পুলিশও

বর্তমানে রাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া হয়। সেক্ষেত্রে একাধিক বিষয়কে মাথায় রেখেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র ভোট করাতে হবে রাজ্যকে।

আরও পড়ুন, ২১জন 'ভুয়ো' বাংলার শিক্ষক! নবম-দশমে আরও ৪০ বেআইনি চাকরি! আজই তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোকেও টেক্কা দেয় 'কালী গ্রামে'র কালীপুজো! বাড়ি বসেই দেখুন বিসর্জনের আয়োজন
আরও দেখুন

সে ক্ষেত্রে আগাম প্রস্তুতি না নিলে ছাত্র ভোট করানো সম্ভব নয় বলেই মেনে নিচ্ছেন উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা। যদিও রাজ্যের একাধিক ছাত্র সংগঠন পঞ্চায়েত ভোটের আগেই ছাত্র ভোট করানোর দাবি নিয়ে সরব।

বাংলা খবর/ খবর/কলকাতা/
কবে হবে ছাত্র ভোট? সুর চড়াচ্ছে রাজ্যের ছাত্র সংগঠনগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল