তবে মোবাইল কিনে দেওয়ার পর মোবাইলেই মন চলে গিয়েছিল তার ৷ ইন্টারনেটে প্রাপ্ত বয়স্কদের ভিডিও দেখত সে ৷ এই ঘটনা মা মিনু বড়ালের চোখে পড়ে যাওযায় বকাবকি করেন তিনি ৷ তার কাছ থেকে মোবাইল কেড়েও নেওয়া হয় ৷ গতকাল সকালে এই ঘটনা ঘটে ৷ তারপরও স্বাভাবিক ছিল সৈকত ৷ রাতে খাওয়া দাওয়া করে ভাইয়ের সঙ্গে শুয়েও পড়েছিল ৷ আজ সকালে তার টিউশান পড়তে যাওয়ার কথা ছিল ৷ তাই সকাল থেকেই তাকে ডাকাডাকি করতে শুরু করেন মা ৷ কিন্তু সাড়া দেয়নি সৈকত ৷ এরপরেই জানলা দেখা যায় গলায় দড়ি দিয়ে সিলিং থেকে ঝুলছে সে ৷ দরজা ভেঙে সৈকতকে উদ্ধার করা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাবা সত্য বড়ালের একটি ভূষিমাল দোকান আছে ৷ সেখান থেকেই কোনওরকমে সংসার চালান তিনি ৷
advertisement
আরও পড়ুন: লক্ষ্য ২০১৯ ! দু’দিনের বঙ্গ সফরে কলকাতায় পৌঁছলেন অমিত শাহ