TRENDING:

ভোট গণনার শেষ, এখনও রাজ্যে অব্যাহত হিংসা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভোট গণনার শেষ। কিন্তু হিংসা অব্যাহত। কোথাও বিজেপি সমর্থককে পিটিয়ে খুন। কোথাও জয়ী প্রার্থীকে মারধর, হুমকি। দলীয় দফতর জ্বালিয়ে দেওয়া থেকে বোমাবাজি, গুলি। মৃতের সংখ্যা বাড়ল আরও দুই।
advertisement

উত্তর ২৪ পরগনা,হাবরা

সোমবার ভোটের দিন হাবরার জশুরে আক্রান্ত হন তৃণমূল প্রার্থী বিপ্লব সরকার। হাবড়া ১ পঞ্চায়েত সমিতিতে জয়ী বিপ্লববাবুর মৃত্যু হল শুক্রবার কলকাতার হাসপাতালে। তাঁর উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

আলিপুরদুয়ার, মাঝেরডাবরি

বৃহস্পতিবার রাতে বিজেপি সমর্থক প্রদীপ দাসকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ মাঝেরডাবড়িতে জয়ী বিজেপি প্রার্থী-সহ কর্মীদের বাড়িও ভাঙচুর করা হয়। আহত আরও ৬ বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন।

advertisement

দক্ষিণ ২৪ পরগনা, খেয়াদহ

খেয়াদহ ২ নম্বর পরাজিত পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী কাকলি মণ্ডলের দোকান ও বাড়িতে হামলা। মহিলা ও বৃদ্ধদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

হুগলি, ময়নাডাঙা

ময়নাডাঙার ১৪৩ নম্বর বুথের তৃণমূল প্রার্থী শুভঙ্কর হালদার সিপিআইএমের কাছে ষাট ভোটে হেরেছেন। এরপরই শুভঙ্করের হোর্ডিং পুড়িয়ে দেওয়া হয়। প্রতিবাদে সকাল থেকে চুঁচুড়া স্টেশন রোড অবরোধ করে তৃণমূল কর্মীরা। অফিস টাইমে অবরোধে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।

advertisement

ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর

গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়ে তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। কার্যালয়ের দরজার তালা ভেঙে চেয়ার, টেবিল, টিভি, ফ্যান ভাঙচুর করা হয়।

আরও পড়ুন 

পঞ্চায়েত ভোটে নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা

নদিয়া, রানাঘাট

নদিয়ার পায়রাডাঙা পঞ্চায়েতের প্রীতিনগর এলাকায় তৃণমূলপ্রার্থীর স্বামীর উপর হামলার অভিযোগ আরএসপি কর্মীদের বিরুদ্ধে। অভিযুক্ত আরএসপির দুজনকে হাতেনাতে ধরে বেধড়ক মারধর করেন স্থানীয়রা।

advertisement

হাওড়া, উলুবেড়িয়া

উলুবেড়িয়ায় সিপিএম সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। আমতার চন্দ্রপুরের জয়ী তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ।

উত্তর দিনাজপুর, চোপড়া

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গণনা শেষ হতেই বোমা,বন্দুক নিয়ে হামলার অভিযোগ চোপড়ার দাসপাড়ায়। তৃণমূলের জয়ী সদস্যরা বাড়ি ঢুকতে পারছেন না বলে অভিযোগ। লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া, দিঘলগাও,মালিগাঁও গ্রামে বিরোধী দলের কর্মী, সমর্থকদের মারধর, ঘরবাড়ি লুঠপাটের অভিযোগ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোট গণনার শেষ, এখনও রাজ্যে অব্যাহত হিংসা