TRENDING:

হাইকোর্টের বিসর্জন নির্দেশকে চ্যালেঞ্জ করে আজ সুপ্রিম কোর্টে রাজ্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিসর্জন নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আজ সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য ৷ মহরমের দিন প্রতিমা নিরঞ্জন নিয়ে রাজ্যের আপত্তি ও সমস্যার কথা শীর্ষ আদালতে উল্লেখ করে আর্জি জানানো হবে ৷ সুপ্রিম কোর্টের অনুমতি পেলে দায়ের হবে মামলা ৷
advertisement

প্রতিমা বিসর্জন মামলায় বৃহস্পতিবারই রায়দান করেছে কলকাতা হাইকোর্ট ৷ মহরমের দিনও দুর্গাপুজোর বিসর্জন হবে। তবে থাকছে কিছু বিধিনিষেধ। আইন-শৃঙ্খলা রক্ষায় তাজিয়া ও বিসর্জনের আলাদা রুট করতে হবে। রাত বারোটার মধ্যে পৌঁছতে হবে ঘাটে। বিসর্জন মামলায় অন্তর্বর্তী নির্দেশ দেয় কলকতা হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যেকে। পাঁচ সপ্তাহ পর ফের মামলার শুনানি।

advertisement

বিসর্জন মামলায় খারিজ হল না রাজ্যের বিজ্ঞপ্তি। মহরমের দিন দুর্গাপুজোর বিসর্জন হলেও, থাকছে কিছু বিধিনিষেধ। বৃহস্পতিবার বিসর্জন মামলায় অন্তর্বর্তী নির্দেশ জারি করল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কলকাতা হাইকোর্টের নির্দেশ,

-- মহরমের দিনও দুর্গাপুজোর বিসর্জন

-- আইন-শৃঙ্খলা রক্ষায় তাজিয়া ও বিসর্জনের আলাদা রুট

-- রাত ১২ টার মধ্যে প্রতিমা ঘাটে পৌঁছতে হবে

advertisement

-- পর্যাপ্ত পুলিশি ব্যবস্থার নির্দেশ

-- ৩ সপ্তাহের মধ্যে হলফনামা জমার নির্দেশ

-- ৫ সপ্তাহ পর ফের মামলার শুনানি

রাজ্যের হলফনামার পাল্টা হলফনামা আকারে মামলাকারীদেরও তাদের বক্তব্য জানাতে হবে।

১৪ সেপ্টেম্বর বিসর্জন নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। এদিন আদালতের অন্তর্বর্তী নির্দেশের ওপর স্থগিতাদেশ চায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেয় আদালত। এরপরই শীর্ষ আদালতে আবেদন করার সিদ্ধান্ত নেয় রাজ্য ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
হাইকোর্টের বিসর্জন নির্দেশকে চ্যালেঞ্জ করে আজ সুপ্রিম কোর্টে রাজ্য