TRENDING:

অবশেষে মিলল অর্থ দফতর এর ছাড়পত্র, স্কুল গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে রাজ্য

Last Updated:

শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণার সম্ভাবনা। শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায় #কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই নয়া নিয়োগ নিয়ে এগোতে চাইছে রাজ্য। সূত্রের খবর রাজ্য স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের বিধিতে ইতিমধ্যেই সম্মতি দিয়েছে রাজ্যের আইন দফতর। নিয়োগের জন্য অর্থ দফতরের সম্মতি পেয়ে গেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর।এবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন হয়ে গেলেই রাজ্যে স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দেবে স্কুল সার্ভিস কমিশন। এদিকে আজ শিক্ষক দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে এই শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা সম্ভাবনা রয়েছে।
advertisement

ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে তৎপর হয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। স্কুল শিক্ষা দফতরের তরফে ইতিমধ্যেই হাইকোর্টে জানানো হয়েছে রাজ্যের প্রধান শিক্ষকের পদে প্রায় আড়াই হাজার শূন্য পদে রয়েছে। সেই শূন্য পদগুলিতেই নিয়োগের জন্য তৎপর হয়েছে রাজ্য। যদিও স্কুল ভিত্তিক চূড়ান্ত শূন্য পদের তালিকা শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদ করে তা পাঠিয়ে দেবে এসএসসি তে বলেই সূত্রের খবর।

advertisement

আরও পড়ুন পুজোর আগেই তৃণমূলে প্রস্তুতি শুরু বুথ স্তরীয় কর্মী সম্মেলনের

তবে প্রাথমিকভাবে নিয়োগের বিধিতে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়ে দিলেই সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দেবে এসএসসি তেমনটাই কমিশনের আধিকারিকরা মনে করছেন। প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু রদবদল আনা হয়েছে নিয়মে। সূত্রের খবর প্রধান শিক্ষক পদের জন্য যে লিখিত পরীক্ষা নেওয়া হবে পুরো লিখিত পরীক্ষাই হবে ওএমআর শিটে। মোট ১০০ নম্বরের হবে পরীক্ষা। এর মধ্যে ৯০ নম্বর হবে ওএমআর শিটে,১০ নম্বরের হবে ইন্টারভিউ।

advertisement

এসএসসি সূত্রে খবর সেক্ষেত্রে প্রশ্নপত্রের প্যাটার্ন কী হবে তা বিজ্ঞপ্তি জারির পর ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে ওয়েবসাইট মারফত জানিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি ইন্টারভিউ এর ক্ষেত্রেও নিয়মে বেশ কিছু রদবদল আনা হচ্ছে। উত্তীর্ণ প্রার্থীদের কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে নিয়মে বলেই সূত্রের খবর। প্রধান শিক্ষক নিয়োগের বিধি নিয়ে যাতে কোন প্রশ্ন না ওঠে তার জন্য একাধিকবার এসএসসি আধিকারিকদের নিয়ে বৈঠক করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। পাশাপাশি খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সম্প্রতি একাধিকবার বৈঠক করেছেন এই নিয়োগ বিধি নিয়ে।

advertisement

আরও পড়ুন সেন্ট্রাল এজেন্সির অফিসে বিশেষ টি শার্টে পৌঁছলেন তৃণমূল নেতারা, রাজনৈতিক বক্তব্যে আক্রমণ-পালটা আক্রমণ

 

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

সূত্রের খবর, প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি যদি পাশাপাশি নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরে নয়া নিয়োগের ক্ষেত্রেও ইতিমধ্যেই বিধি প্রায় প্রস্তুত করে ফেলেছে এসএসসি। সেই নিয়োগের বিধি ও খুব শীঘ্রই রাজ্যের আইন দপ্তরকে পাঠানো হবে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে চূড়ান্তভাবে সম্মতির জন্য। হাইকোর্টে দেওয়া তথ্য অনুযায়ী নবম- দশম ও একাদশ- দ্বাদশ মিলিয়ে প্রায় কুড়ি হাজার শিক্ষক পদ রয়েছে। সেক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই ফের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নয়া চাকরিকে হাতিয়ার করে ইতিবাচক বার্তা দিতে চায় রাজ্য। মনে করা হচ্ছে সেক্ষেত্রে এই তিনটি গুরুত্বপূর্ণ নিয়োগকেই বিশেষভাবে প্রাধান্য দিচ্ছে রাজ্য।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
অবশেষে মিলল অর্থ দফতর এর ছাড়পত্র, স্কুল গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল