সেন্ট্রাল এজেন্সির অফিসে বিশেষ টি শার্টে পৌঁছলেন তৃণমূল নেতারা, রাজনৈতিক বক্তব্যে আক্রমণ-পালটা আক্রমণ
- Published by:Pooja Basu
Last Updated:
দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ, কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার এবং দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবিলা-সহ একাধিক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ জানাতে বেশ কিছু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতারা সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন।
#কলকাতা: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সবচেয়ে "অযোগ্য" নেতা বলে অভিহিত করে তাদের আক্রমণ আরও বেশি করে শানিয়ে দিয়েছে। দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ, কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার এবং দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবিলা-সহ একাধিক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ জানাতে বেশ কিছু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতারা সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বক্তব্যকে আধার করে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত রবিবার বলেছেন যে, একাধিক কারণে অমিত শাহ আজ আমাদের দেশের সবচেয়ে বড় পাপ্পু। তিনি বলেছেন, "অমিত শাহ দুর্নীতির কথা বলেন। কিন্তু তিনি যদি দুর্নীতির নিঃশেষ করতে এতই আগ্রহী হন, তাহলে কেন হিমন্ত বিশ্ব শর্মা, ব্যাপম-অভিযুক্ত শিবরাজ সিং চৌহান এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেফাজতে রাখছেন না? এটা প্রমাণ করে যে অমিত শাহ দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন।"
advertisement
advertisement
ঋজু দত্ত গরু পাচার মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতারও সমালোচনা করেন। তিনি বলেন, "অমিত শাহ গরু এবং কয়লা পাচারের কথা বলেন কিন্তু এইসব তার নিজের গণ্ডির মধ্যেই ঘটছে। অমিত শাহ এবং তার দল বিজেপিও জাতীয়তাবাদের কথা প্রচার করে। কিন্তু আপনি কেন গিয়ে আপনার নিজের ছেলেকে জাতীয়তাবাদ শেখান না, যে আমাদের গর্ব, আমাদের পতাকা হাতে নিতে লজ্জা পায়? দিল্লির আইনশৃঙ্খলা অমিত শাহ নিয়ন্ত্রিত এবং আজ দিল্লি দেশের সবচেয়ে নিপাপত্তাহীন শহর। এই কারণেই তিনি অযোগ্য এবং সবচেয়ে বড় পাপ্পু।”
advertisement
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, "যারা জনগণের ভোটে জিততে ব্যর্থ হয়, তারাই অসৎ উপায়ে ক্ষমতা দখল করতে চায় এবং তাদেরই সবচেয়ে বড় পাপ্পু বলা উচিত। "২০০ পার" করতে না পারার পর, তিনি বাংলায় এটি করার চেষ্টা করেছিলেন। আমরা এটি দেখেছি গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং মণিপুরে।”
যুব নেতা এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক সুপ্রিয় চন্দ্রও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রশ্ন তোলেন, কেন তিনি দুর্নীতিবাজ নেতাদের ঢাল করে চলেছেন৷ তিনি বলেছেন, "অদক্ষ অমিত শাহ আমাদের দেশের সবচেয়ে বড় পাপ্পু যিনি তার প্রতিশ্রুতি পূরণ করতে পারেন না৷ তার কাজকর্মে সেই দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে৷ তিনি দেশকে কোনও আশা দিতে পারেন না। তিনি শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য সিবিআই এবং ইডি ব্যবহার করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পর্দা ফাঁস করেছেন এবং বাংলার যুবকরা এখন তার ব্যর্থতার জন্য তাকে পাপ্পু বলে ডাকছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2022 11:09 AM IST