ইসলামপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে সুর চড়াচ্ছে গেরুয়া শিবির ৷ আজ উত্তরদিনাজপুরে গিয়ে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও কলকাতায় এবিভিপি সাধারণ সম্পাদকের কথা থেকেই তা স্পষ্ট ৷
এদিকে, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তীকে রায়গঞ্জ থানার একটি মামলায় আদালতে হাজির করা হয় ৷ ২১ তারিখ রায়গঞ্জে সরকারি বাস বাঙচুর, ও সরকারি কর্মীদের কাজে বাধাদান সহ একাধিক জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ৷
advertisement
ইসলামপুরের ঘটনার প্রতিবাদে আজ পথে নেমেও প্রতিবাদ করে এবিভিপি ও এসএফআই ৷ সিমলা স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে গিয়ে ধর্মতলা অবরোধ করে এবিভিপি সমর্থকরা ৷ অবরোধ তুলতে হাল্কা লাঠিচার্জ করে পুলিস, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় এবিভিপি সমর্থকদের ৷
মঙ্গলবার বিজেপির ডাকে বনধ মোকাবিলায় পাল্টা প্রস্তুতি নিচ্ছে শাসক শিবিরও. সমস্ত বিধায়ক-মন্ত্রীদের এলাকায় থাকতে বলা হয়েছে ৷ নজরদারির জন্য নবান্নতে খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোলরুম ৷