এবার প্রথম থেকেই দূষণ ও শব্দবাজির তাণ্ডব রুখতে সক্রিয় হয়েছে পুলিশ-প্রশাসন ৷ গত সপ্তাহে প্রচুর পরিমাণে নিষিদ্ধ চিনা শব্দবাজি বাজেয়াপ্ত হয়েছে ৷ শব্দবাজি বিক্রিতেও রয়েছে নিষেধাজ্ঞা ৷ পাশাপাশি, কালি পুজোর দূষণ নিয়ন্ত্রণে রাখতেও তৎপর পুলিশ ৷ ফলে আজ থেকেই চালু হয়ে গেল কন্ট্রোল রুম ৷
যে কেউ কন্ট্রোল রুমে অভিযোগ জানাতে পারবেন ৷ আজ বিকেল ৫টা-রাত ১১টা পর্যন্ত অভিযোগ জানানো যাবে ৷ রবি ও সোমবার মাঝরাত পর্যন্ত খোলা থাকবে কন্ট্রোল রুম ৷ ওয়েস্ট বেঙ্গল পরিবেশ অ্যাপেও অভিযোগ জানানো যাবে ৷ কন্ট্রোল রুম নং ০৩৩ ২৩৩৫৮২১২ এবং ০৩৩ ২৩৩৫৩৯১৩ ৷ আজই চালু হচ্ছে সবুজ মঞ্চের কন্ট্রোল রুম ৷ পরিবেশ কর্মীদের সংগঠনও থাকবে সবুজ মঞ্চে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2019 9:14 AM IST